চীনের কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপ্রতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় শহীদ শেখ কামালের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপন করে কনসাল জেনারেল বলেন, ‘শেখ কামাল ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী, একজন তারুণ্যের রোলমডেল। শেখ কামাল ৭১-এর মহান যুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা পালন করেন এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্র সমাজকে সংগঠিত করে যুদ্ধে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন। স্বাধীন বাংলাদেশের ক্রীড়া ও সংস্কৃতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ সংগঠকের ভূমিকা পালন করেন। তিনি আবাহনী ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করেন। শেখ কামালের আদর্শ ও প্রদর্শিত পথ অনুসরণ করে অচিরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গন আর্ন্তজাতিক ক্ষেত্রে সাফল্যের শিখরে অধিষ্ঠিত হবে। শেখ কামাল ছিলেন দারুণ স্মার্ট, বিনয়ী ভদ্র, নির্লোভ, নিরহংকারী এবং আদব-কায়দা সম্পন্ন একজন আদর্শ তরুণ।’
এদিন শহিদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ