ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে শুক্রবার দূতালয়ের লবি ও সভাকক্ষ ব্যানার ও পোস্টারের মাধ্যমে যথাযথভাবে সজ্জিত করা হয়।
শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, বাণী পাঠ, আলোচনা সভা, প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালিত হয়। বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন। হাইকমিশনার মো. রুহুল আলম সিদ্দিকী হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা পর্ব শুরু হয় এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। আলোচনা পর্বে বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের স্বল্পস্থায়ী কিন্তু অত্যন্ত কর্মময় জীবনের উপর আলোকপাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে তার অবদানের কথা বিস্তারিত আলোচনা করেন।
আলোচনার পর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীভিত্তিক একটি প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরিশেষে শহীদ শেখ কামাল ও বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই