মালয়েশিয়ার কুয়ালালামপুর কনভেশন সেন্টারে চলছে চার দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন ও পণ্য প্রদর্শনী। গত ৬ অক্টোবর (বৃহস্পতিবার) মালয়েশিয়া সেলাঙ্গর রাজ্য সরকারের আয়োজনে আয়োজিত সবচেয়ে বড় এই বাণিজ্য সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলার উদ্ভোধন করেন দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্রাউন প্রিন্স টুংকু আমির শাহ ইবনে সুলতান শরফ উদ্দিন।
২৩টি দেশের অংশগ্রহণে শুরু হওয়া এই বাণিজ্য সম্মেলনে আন্তর্জাতিক খাদ্য ও পানীয় পণ্য প্রদর্শনীতে প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশের একটিসহ বিভিন্ন দেশের মোট ৮৪৬টি প্যাভিলিয়ন স্থান পেয়েছে। পণ্য প্রদর্শনীর তৃতীয় দিন আজ শনিবার স্থানীয় সময় দুপুরে বাংলাদেশ প্যাভিলিয়নে আসেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ার।
এসময় তিনি বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং সেখানে দায়িত্বরত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত মো. গোলাম সরোয়ার বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ হতে ধন্যবাদ। তাদের প্রদর্শিত পণ্য ও খাদ্য সামগ্রী দেখে মানুষের মাঝে যে আগ্রহ দেখছি, এতে করে আগামীতে মালয়েশিয়ার যেকোন মেলায় বাংলাদেশের অংশগ্রহণে আমাদের আগ্রহ আরও বেড়ে গেছে। এবং আগামীতে বাংলাদেশি পণ্যের আরও ব্যাপক প্রচার ও প্রসারের জন্য বাংলাদেশ হাইকমিশনের পক্ষ হতেও বাংলাদেশি পণ্যের মেলা আয়োজন করা হবে বলেও জানান রাষ্ট্রদূত।
পরে রাষ্ট্রদূত সেখানে স্থাপিত অন্যান্য দেশের প্যাভিলিয়নগুলোও ঘুরে ঘুরে দেখেন। এসময় মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন, কাউন্সিলর (কনস্যুলার) জি এম রাসেল রানা, কাউন্সেলর (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধায়ন ও সহযোগিতায় মেলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি বাংলাদেশি খাদ্য ও পানীয়'র প্রতিষ্ঠান। ’বাংলাদেশ' নামক প্যাভিলিয়নে ব্যাচেলর পয়েন্ট, পিঠা ঘর এবং আলো ছায়া নামের রেস্তোরাঁয় ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার প্রদর্শন করা হচ্ছে। আগামী ৯ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ মেলা।
বিডি প্রতিদিন/হিমেল