১০ অক্টোবর, ২০২২ ০৯:৪১

মেক্সিকোতে বাংলাদেশি দূতাবাসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে বাংলাদেশি দূতাবাসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মেক্সিকো সিটিতে বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে দূতাবাস বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। দূতাবাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ মেক্সিকোতে  বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। এরপর বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর