বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনায় ই-পাসপোর্ট সিস্টেম উদ্বোধন করতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এসেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
১১ অক্টোবর স্থানীয় সময় দুপুরে এমিরেটস এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার চার্জ দ্য এফেয়ার্স রাহাত বিন জামান, কাউন্সিলর মোঃ তারাজুল ইসলাম ও তানভীর আহমেদ তরফদার।
প্রতিমন্ত্রীর সফরসঙ্গীরা হলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাবিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান, পাসপোর্ট অধিদপ্তরের প্রকল্প পরিচালক লে. কর্নেল নুরুল আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোঃ খায়রুল বাশার।
২২ অক্টোবর তাঁদের দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন