শিল্প, সাহিত্য এবং সংস্কৃতির রাজধানী প্যারিসে গোপালগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লাকর্ণোভের স্থানীয় একটি হলে সংগঠনের সভাপতি এস এম মাসুদ রানার সভাপতিত্বে ও ফয়সাল হোসেন দ্বীপ ও তানিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত গোপালগঞ্জ জেলার প্রবাসীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তসলিম হেলাল।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, উপদেষ্টা সিরাজুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক লিপন মোল্লা, কোষাধ্যক্ষ দক্ষ মানব বালা, কামরুল ইসলাম কাবুল, শেখ ইব্রাহিম, ওয়াশিকুর রহমান, সিনিয়র সহসভাপতি রিপন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ পারভেজ, শেখ জাহিদুল ইসলাম, টিপলু ফকির, বিজয় বাইন, শেখ আল মামুন, তানভীর রহমান, শেখ টমাস, শেখ মাসুদ, আশরাফুল ইসলাম, তাহের ভার শহীদ, আকিল ইব্রাহিম, প্যারিস ইয়ুথ কাউন্সিলর এন কে নয়ন ও ডা. সায়মা মোস্তফা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির একটা সুদৃঢ় অবস্থান প্রতিষ্ঠা করতে দল ও মতের ঊর্ধ্বে এসে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক