ইতালির রোম সফররত প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ডক্টর আহমেদ মনিরুছ সালেহীন রোমের জনতা এক্সচেঞ্চ কোম্পানির এসআরএল এর প্রধান কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় সাংবাদিকদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি।
রেমিটেন্স বৈধ পথে পাঠাতে প্রবাসীদের অনুরোধ করে তিনি বলেন, হুন্ডি বন্ধে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। পাঠানো অর্থের উপর দিচ্ছে প্রনোদনা।
রোম ঢাকা রোম রুটে আবারো বাংলাদেশ বিমান যাতে চালু হতে পারে সে ব্যাপারে প্রবাসী কল্যান মন্ত্রণালয় থেকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলো জানান তিনি।
দূতাবাসে ওয়েজ আর্নার স্কিমের সদস্য হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিম্ন আয়ের মানুষ মৃত্যুবরণ করলে প্রমাণ সাপেক্ষে স্কিমের সদস্য না হলেও সরকার অর্থ বরাদ্দ দেবে লাশ পাঠাতে। বৈধ পথে বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর সুবিধা ও অসুবিধা দেখার জন্য সরকারি একটি টিম নিয়ে সফর করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী, জনতা এক্সচেঞ্চ কোম্পানির এমডি সচিব নাপলীতে প্রবাসীদের গার্মেন্টস ফ্যাক্টরি এবং রোমে জনতা এক্সচেঞ্চ কোম্পানি পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/হিমেল