অস্ট্রেলিয়ার সিডনিতে আনন্দঘন পরিবেশে সম্প্রতি অনুষ্ঠিত হল নারায়ণগঞ্জবাসীর পুনর্মিলনী। সিডনির রকডেল হিমালয় রেস্টুরেন্টে গত শনিবারসন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত চলে এই উদযাপন।
‘বন্ধুত্বের বন্ধনে এগিয়ে চলি আগামীর পথে’ এই শ্লোগানকে সামনে রেখেই পুনর্মিলনীর আয়োজন করে নারায়ণগঞ্জবাসী। প্রধান আয়োজক ইঞ্জিনিয়ার আব্দুল কাইয়ুম এবং আবুল কালাম আজাদ খোকন। সহযোগী আয়োজক ছিলেন ফারুক খান, হারুন, আল মামুন, দুলাল ও আমিনা।
অনুষ্ঠানে স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন আব্দুল কাইয়ুম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমিনা ও আবুল কালাম আজাদ খোকন। সঙ্গীতে মুখরিত ছিল স্থানীয় শিল্পী মহিন আরহাম, মিজানুর রহমান জনি, রোমেল, আল মামুন এবং রানা শরীফ। মঞ্চে আব্দুল আজিজ বেঞ্জু বাজান। মিউজিক মিক্সার সহযোগীতায় ছিলেন সৈয়দ আজীম। সবার সঙ্গে সবাই কুশলাদি বিনিময়ে ও গানে-গানে প্রাণবন্ত ছিল নারায়ণগঞ্জবাসী।
বিডি প্রতিদিন/হিমেল