চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশনের (আয়েবা) তৃতীয় গ্রান্ড কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রবাসী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি। এই কনভেনশনে প্রত্যক্ষ ভোটে ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীন সভাপতি এবং কাজী এনায়েত উল্লাহ মহাসচিব পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে নিরাপদ অভিবাসনকে উৎসাহিত করতে সরকারের সাথে আয়বার নিবিড় সম্পর্ক স্থাপনের উপর জোর দেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশারফ হোসেন ভূঁইয়া। সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং রহমান খলিলুর মামুনের উপস্থাপনায় বক্তব্য দেন মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, সহ-সভাপতি জিন্নুরাইন জায়গীরদার, ফখরুল আকমর সেলিম, আহমেদ ফিরোজ, রানা তসলিম উদ্দিন, আজহার কবির বাবুসহ আরও অনেকে। অনুষ্ঠানে সরকারের কাছে প্রবাসী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান সংগঠনের নেতারা।
টেকসই ও নিরাপদ অভিবাসনের মাধ্যমে দেশে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়ানো সম্ভব বলে আয়েবার নেতৃবৃন্দরা জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান পরিবেশন ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা শিল্পীবৃন্দ।
বিডি প্রতিদিন/ফারজানা