মালয়েশিয়া প্রবাসীদের বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেছেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে প্রবাসীদের রেমিট্যান্স দেশের অর্থনীতিতে খুবই গুরুত্ব বহন করে। দেশের উন্নয়নে ও বৈশ্বিক অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহযোগী হতে প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানো জরুরি। এতে প্রয়োজন আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ’।
গতকাল ১৬ অক্টোবর (রবিবার) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে সিটি ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার এসডিএন. বিএইচডি মালয়েশিয়া ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপ উদ্বোধন এবং ‘বাংলাদেশ রেমিট্যান্স মিট-আপ ২০২২’ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এসব কথা বলেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার এবং সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফারের চেয়ারম্যান আজিজ আল কায়সার অনুষ্ঠানের উদ্বোধন করেন।
হাইকমিশনার মো. গোলাম সারোয়ার আরও বলেন, ‘করোনা মহামারির নেতিবাচক প্রভাবের পর রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির বর্তমান বিশ্ব বাস্তবতায় রেমিট্যান্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডিসহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি প্রবাসীদের সচেতনতার ওপর সরকার জোর দিয়েছে’।
এছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে বলেও জানান হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
অনুষ্ঠানে জানানো হয়, প্রবাসী বাংলাদেশিরা সিবিএল মানি ট্রান্সফারারের ‘সিটি রেমিট’ মোবাইল রেমিট্যান্স অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন। ‘সিটি রেমিট’ হলো একটি অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস, যার মাধ্যমে প্রবাসীরা মালয়েশিয়া থেকে খুব সহজে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও ভিয়েতনামে অর্থ স্থানান্তর করতে পারবেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব ও সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি মালয়েশিয়ার পরিচালক ফারুক সোবহান, সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক মাসরুর আরেফিন, সিবিএল মানি ট্রান্সফারের পরিচালক দাতো গুরচরণ সিং, সিবিএল মানি ট্রান্সফারের সিইও মোহাম্মদ রহমান ফরাজী, সিবিএল মানি ট্রান্সফারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বহুসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা