অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অন্যতম শীর্ষ সংগঠন 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র উদ্যোগে সিডনিতে ১৫ অক্টোবর এক জমকালো মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। সিডনিস্থ ইউএনএসডব্লু-এর সায়েন্স থিয়েটারে এই মিউজিক ফেস্টটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে রাত সাড়ে বারোটায় শেষ হয়।
মিউজিক ফেস্টের আয়োজক 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র কর্ণধার মিরাজ হোসেন, ফয়সাল আজাদ ও এনামুল হক।
অনুষ্ঠানের আয়োজকগণ জানান, বরাবরই 'গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট'র প্রতিটি অনুষ্ঠান দারুণভাবে সফল হয়েছে। এবারের মিউজিক ফেস্টও সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে। দর্শকদের মুহুর্মুহু করতালি, নাচ ও আনন্দ-উচ্ছাসের শব্দে মিলনায়তন ভরে উঠেছিলো।
অনুষ্ঠানে সাইয়িদ পারভেজ ও ফাতেমা পারভেজের উপস্থাপনায় মিউজিক ফেস্টের মঞ্চে বাংলাদেশের বিখ্যাত ব্যান্ড দল দলছুট, আর্ক, তাসনিম আনিকা ও ডিজে রাফ সান পারফরম্যান্স করেছেন।
মিউজিক ফেস্টের এই অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির রাজনীতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগীত প্রিয় প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছিলো।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকগণ সকল দশর্ক-শ্রোতার প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর ও সমৃদ্ধ মিউজিক ফেস্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্টের উদ্যোগে এই 'মিউজিক ফেস্ট' পূর্ববর্তী বছরগুলোতেও বেশ আলোড়ন সৃষ্টি করেছিলো।
মিউজিক ফেস্টের ২০১৮ সালের অনুষ্ঠানে বাংলাদেশের সুনামধন্য ব্যান্ড দল সোলস্, ওয়ারফেস, সংগীতশিল্পী ঐশী, জনপ্রিয় কমেডিয়ান জামিল হোসেন ও আবু হেনা রনিসহ সিডনির স্থানীয় শিল্পীবৃন্দ পরিবেশনায় অংশগ্রহণ করেন।
এছাড়া মিউজিক ফেস্টের ২০১৯ সালের অনুষ্ঠানে সুরের মূর্ছণা ছড়িয়েছেন সময়ের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অর্ণব এবং মাইলস্ ব্যান্ডের কলাকুশলীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন