গত ১৬ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৭ টায় মাল্টিকালচারাল সোসাইটি অব ক্যাম্বেলটাউন ইনক এর একটি সাধারণ সভা সংগঠনের জেনারেল সেক্রেটারি সফিকুল আলম সফিকের সভাপতিত্বে সিডনির স্থানীয় একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়।
সভায় লিভারপুল হুইটলাম লেইজার সেন্টারে (৯০ মেমোরিয়াল এভিনিউ, লিভারপুল) অনুষ্ঠিতব্য‘মাল্টিকালচারাল ফেস্টিভাল’২২’ সফল করতে বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
আশিকুর রহমান এ্যাশ সভাটি সঞ্চালনার পাশাপাশি মাল্টিকালচারাল কমিউনিটির এই ইভেন্টটির প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করেন।
তিনি জানান, সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ১০টা অবধি ১২টি কমিউনিটি পর্যায়ক্রমে স্ব স্ব কালচারাল ব্যাকগ্রাউন্ডে তাদের লাইভ পারফরমেন্স মঞ্চস্থ করবে। পাশাপাশি তারা আরও কমিউনিটির সংযুক্তি প্রত্যাশা করছেন বলেও জানান।
এই ফেস্টিভালে থাকবে দিনব্যাপী ফুড ফেয়ার, শিশুদের তিনটি গ্রুপে আর্ট কম্পিটিশন, ক্লোথিং, অর্নামেন্টস, কর্পোরেট প্রমোশনস্টলস, হেনা এবং ফেইস পেইন্টিংস ইত্যাদি।
মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম এন্ড মিনিস্টার ফর সেনিয়রস মিঃ মার্ক কুরি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি ব্যক্ত করেছেন। বিশেষ অতিথি হিসেবে কাম্বারল্যান্ড সিটি ডেপুটি মেয়র সুমন শাহা তাঁর সম্মতি জ্ঞাপন করেছেন বলেও জানানো হয়।
আয়োজকরা ক্যাম্বেলটাউন এবং লিভারপুল সিটি মেয়রদ্বয় এবং কাউন্সিলরদের, ফেডারেল এবং স্টেট এমপিদের উপস্থিতি প্রত্যাশা করছেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ এবং নেপালের অনারেবল কনসাল জেনারেল দ্বয়ের উপস্থিতিও আশা করছেন
সভায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর এবং ডেপুটি লেবার লিডার মাসুদ চৌধুরী, এমআরসি চীফ এক্সিকিউটিভ অফিসার কামাল ডেবোসি, বিনোদ পাউডেল, সানা আল-আহমার, সাদাত হোসেন, রফিক উদ্দিন, হ্যারী আধিকারী, ইফতেখার ইফতু, রহমত উল্লাহ, শারমিন সূচনা, আসমা আলম কাশফি, তাম্মি চৌধুরী, মিলি ইসলাম, নজরুল ইসলাম, নোমান শামীম, কামাল পাশা, খায়রুল চৌধুরী, সাজ্জাদ হোসেন, সামান্থা, টিটো সোহেল, সেলিম কবির, মাসুদ রানা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
জেনারেল সেক্রেটারি সবাইকে ধন্যবাদ জ্ঞাপণ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন