কাতারে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে জমে উঠেছে ট্যুরিজম ব্যবসা। তারই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার মদিনা মোররায় ওয়াল্ড ওয়াইড ট্যুরস এন্ড ট্রাভেলের তৃতীয় শাখা উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখা উদ্বোধন করেন দূতাবাসের লেভার মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের প্রথম সচিব মাহদী হাসান, কমিউনিটি নেতা এম এম নূরু, কাতার বাংলা প্রেসক্লাবে সভাপতি ই এম আকাশ, সাংবাদিক ইউসুফ পাটোয়ারী লিংকনসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিশ্বকাপ চলাকালীন সময়ে প্রবাসীদের আইন কানুন মেনে চলার পাশাপাশি বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান চার্জ দ্যা অ্যাফেয়ার্স ও শ্রম মিনিস্টার ড. মুস্তাফিজুর রহমান।
এ সময় সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন প্রতিষ্ঠানের চার উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আরিফুর রহমান, ম্যানেজিং ডাইরেক্টর রিয়াজুুল ইসলাম, ব্রাঞ্চ ম্যানেজার তৌহিদ খান ও মোহাম্মদ আরাফাত।
বিডি-প্রতিদিন/বাজিত