২৯ নভেম্বর, ২০২২ ২২:১৩

সিডনিতে ‌‘পড়ুয়ার আসর’র চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহণ

অস্ট্রেলিয়া প্রতিনিধি:

সিডনিতে ‌‘পড়ুয়ার আসর’র চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহণ

“ইটস দ্যা ব্যাগ” অস্ট্রেলিয়ার অন্যতম উল্লেখযোগ্য ক্রিসমাস আপীল চ্যারিটি কার্যক্রম। শেয়ার দ্যা ডিগনিটি সংস্থা প্রতি বছর ১৮ থেকে ২৭ নভেম্বর ‘ইটস দ্যা ব্যাগ’ নামের এই চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে থাকে।

গত ২৬ নভেম্বর (শনিবার) সিডনিতে 'পড়ুয়ার আসর' এর সদস্যরা এই চ্যারিটি কার্যক্রমে অংশগ্রহণ করে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নানা ধরণের প্রয়োজনীয় হাইজিন এবং টয়লেট্রিজ প্রোডাক্টস কেনাকাটা করার পরে সেগুলো বিভিন্ন বাহারি হ্যান্ড ব্যাগে সুন্দর ভাবে প্যাক করে কলেকশন বুথে দেয়া হয়। সবার সামান্য প্রচেষ্টায় সুবিধা বঞ্চিত মানুষদের একটা দিনকে আনন্দময় করে তোলার পাশাপাশি তাদের বিশেষ প্রয়োজন মেটানোর সামগ্রী হয়ে  উঠতে পারে তাদের জন্য অপ্রত্যাশিত সুন্দর ক্রিসমাস উপহার। 

উল্লেখ্য, পড়ুয়ার আসরের সদস্যরা প্রতি দুই মাসে একদিন পাঠসভার আয়োজনের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করে থাকেন। আগামী বছরগুলোতেও তারা বিভিন্ন চ্যারিটি বা গঠনমূলক কাজে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর