মেলবোর্ন আওয়ামী লীগের উদ্যোগে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলমের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক সবাইকে স্বাগত জানিয়ে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভার্চুয়াল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ড. সিরাজুল হক, মেলবোর্ন আওয়ামী লীগের উপদেষ্টা, জ্বালানী বিশেষজ্ঞ, কনসালটেন্ট ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা খন্দকার সালেক সূফি, নিউজিল্যান্ডে বাংলাদেশ সরকারের অনারারী কনসাল বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান অনু, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যান উপকমিটির সদস্য নুরুল হক সজীব, বাংলাদেশ আওয়ামী লীগকেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সাদি ইসলাম জয়, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন রানা, মেলবোর্ন যুবলীগের সভাপতি মো. জেমস খান, মেলবোর্ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাহাদ চৌধুরী, মেলবোর্ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, আওয়ামী লীগ নেতা এস এমমাযহারুল ইসলাম, মতলব (দ.) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. মিরাজ সরকারসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/হিমেল