বাইরে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার এক ছোটভাইয়ের ফোন। ছোটভাই বলল, আসলে একটা জিনিস জানার দরকার ছিল। আপনি তো জানেন, বড়ভাই হিসেবে যে কোনো বিষয় জানার জন্য আপনাকেই নক করি। আপনি আছেন বলেই... আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, এত লম্বা ডায়ালগ না দিলেও চলবে। কী জানতে চাস সেটা বল। ছোটভাই বলল, আসলে জানতে চাচ্ছিলাম বাসায় যদি তেলের বোতল আনা হয়, তাহলে কোনো সমস্যা আছে কি না। চারদিকে ডেঙ্গুর প্রকোপ তো! বলা তো যায় না, কখন আবার ডেঙ্গু হয়ে যায়। আমি বললাম, সব ঠিক আছে। কিন্তু বাসায় তেলের বোতল আনলে সমস্যা হবে কেন? মশা কি তেল খায়? নাকি মাথায় দেয়। ছোটভাই বলল, না, মানে সবাই বলছে নারকেল জিনিসটা নাকি মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করে। যেহেতু মশারা নারকেলের খোসায় ডিম পাড়তে পছন্দ করে। আমি বললাম, বুঝলাম তোর কথা। কিন্তু এখানে তেলের বোতলের কথা আসছে কেন? ছোটভাই বলল, তেলটা নারকেল তেল তো! আমি বুঝলাম, ডেঙ্গু আতঙ্ক তাকে ভালোভাবেই পেয়ে বসেছে। না হলে নারকেলের সঙ্গে নারকেল তেলের বিষয়টা ঘোলাবে কেন? আমি তাকে বললাম, ডেঙ্গু নিয়ে এত ভয়ে থাকার কোনো কারণ নেই। নিজেকে শক্ত রাখ। দেখবি কোনো বিপদই বিপদ নয়। ছোটভাই বলল, এই তো একটা ভয়ের কথা বলে ফেললেন। নিজেকে শক্ত রাখব মানে? নিজেকে শক্ত রাখতে গেলে তো আরও বিপদ। আমি তাজ্জব হয়ে বললাম, মানে কী? নিজেকে শক্ত রাখলে বিপদ হবে কেন? ছোটভাই বলল, নিজেকে শক্ত রাখার মানে কী? নিজের শরীরটা শক্ত করে রাখা। আর শরীর যদি শক্ত করে রাখি, তাহলে মশারা আরামে শুঁড় ঢোকাতে পারবে, বলেন! ওই মশারা আরামে শুঁড় ঢোকাতে না পারে, যদি শরীর শক্ত করার কারণে তাদের শুঁড় বাঁকা হয়ে যায়, তাহলে তারা আমার ওপর ক্ষেপবে না? আর ক্ষেপলে যদি ঝাঁকে ঝাঁকে এসে আমার ওপর আর আমার পুরো ফ্যামিলির ওপর অ্যাটাক করে বসে, তখন কী হবে? আমি আর কথা বাড়ালাম না। কারণ, ডেঙ্গুর ভয়ে যে তার মাথা পুরোপুরি বিগড়ে গেছে, আমার বুঝতে বাকি রইল না। আমি ফোন রেখে বাইরে বের হলাম। রাস্তায় দেখা আমার এক পুরনো প্রতিবেশীর সঙ্গে। পুরনো প্রতিবেশী বলতে আগে যে এলাকায় থাকতাম, সেই এলাকার বাসিন্দা। কুশল বিনিময়ের পর জানতে চাইলাম ওই এলাকায় এখন মশা কেমন। আগের মতোই আছে কিনা। প্রতিবেশী বললেন, নারে ভাই, আগের মতো আর নেই। আপনি যখন আমাদের এলাকায় ছিলেন, তখন মশারা সংস্কৃতিমনা ছিল। এখন একদম রাফ হয়ে গেছে। রক্ত ছাড়া কিচ্ছু বোঝে না। আমি বললাম, সংস্কৃতিমনা বলতে? প্রতিবেশী বললেন, না মানে, আগে কামড়ানোর আগে গুনগুনিয়ে গান করত। এখন গানটান কিছু করে না। ডাইরেক্ট কামড়। আমি বললাম, নাহ, মশারা এটা একদমই ঠিক করছে না। আগে কামড়ানোর আগে গান শোনাত। এখন গান না শোনাক, কবিতা তো শোনাতে পারে। কবিতা না শোনাক, ছড়াটড়া অন্তত শোনাক। আমার এক বড়ভাই বললেন, মশারা যে পরিমাণ অ্যাগ্রেসিভ হয়ে গেছে, তাতে মনে হচ্ছে এলাকা ছেড়ে পালাতে হবে। আমি বললাম, এলাকা ছেড়ে পালাবেন ঠিক আছে, কিন্তু পালাবেন কোথায়? মশা তো জগতের সব জায়গায়ই আছে। বড়ভাই বললেন, আমি যদি পালাই, তাহলে পালাব আমেরিকায়। আমি বললাম, আপনার কি ধারণা আমেরিকায় মশা নেই? বড়ভাই বললেন, আরে না, আমি সেটা বলছি না। আমেরিকায় পালাব নীল আর্মস্ট্রংয়ের সঙ্গে দেখা করার জন্য। মানে যে লোকটা চাঁদে গিয়েছিল। তাকে না পেলে তার বংশধরের সঙ্গে দেখা করে আসব। আমি বললাম, কেন বলেন তো! বড়ভাই বললেন, আসলে চাঁদের বুকে উনি যে পোশাকটা পরে নেমেছিলেন, আমি সেই পোশাকটা কিছুদিনের জন্য ধার আনার চেষ্টা করব। আশা করি, পোশাকটা পরে চলাফেরা করলে মশার বাপেরও ক্ষমতা থাকবে না আমাকে কামড়ানোর।
শিরোনাম
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
পালাব কোথায়?
আমি সেই পোশাকটা কিছুদিনের জন্য ধার আনার চেষ্টা করব। আশা করি, পোশাকটা পরে চলাফেরা করলে মশার বাপেরও ক্ষমতা থাকবে না আমাকে কামড়ানোর
ইকবাল খন্দকার
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর