আমার এক ছোটভাই বললো, এখন মনে হচ্ছে, টেনশনের সিজন চলছে। একবার তো মনে হচ্ছিল, বাসা চেঞ্জ করে ফেলি। মানে হাসপাতালের কাছাকাছি বাসা নিয়ে যাই। কারণ, যে কোনো সময় টেনশনে হৃদয় আক্রমণ হতে পারে। হাসপাতালের কাছাকাছি থাকলে মানসিকভাবে একটু ভরসা পাই আর কী। আমি বললাম, সব ঠিক আছে। কিন্তু এই যে বললি টেনশনে হৃদয় আক্রমণ হতে পারে, এই হৃদয় আক্রমণটা কিসের? ছোটভাই বললো, হৃদয় ইংরেজি হার্ট, আর আক্রমণ ইংরেজি অ্যাটাক। বুঝতেই পারছেন হৃদয় আক্রমণ বলতে কবি এখানে হার্টঅ্যাটাকের কথা বুঝিয়েছেন। আমি বললাম, এত প্যাঁচাতে হবে কী জন্য? একবারে হার্টঅ্যাটাকের কথা বলে ফেললেই তো হয়। ছোটভাই বললো, এমনিতেই টেনশনের শেষ নেই। এর মধ্যে হার্টঅ্যাটাকের নাম মুখে নিতে গেলে ভয়ে বুক কাঁপে। সেই তুলনায় ‘হৃদয় আক্রমণ’ কথাটা বেশ কাব্যিক। শুনলে এতটা ভয় লাগে না। আমি বললাম, এসব হাঁটুভাঙা যুক্তি দিয়ে কি টেনশন কমানো সম্ভব? সম্ভব না রে পাগলা। যেটা করতে হবে, টেনশনের রাস্তা বন্ধ করতে হবে। ছোটভাই বললো, টেনশনের রাস্তা বন্ধ করতে হবে মানে? আপনার কি ধারণা টেনশন রাস্তা দিয়ে আসে? তবে যাই বলেন, টেনশন যদি রাস্তা দিয়ে আসে, তাহলে ভালোই হয়। রাস্তায় একটা জ্যাম বাধিয়ে দিলে টেনশন জ্যামে আটকে থাকতে থাকতে ত্যক্ত হয়ে আবার নিজের বাড়িতে ফিরে যাবে। আমি বললাম, বুঝতে পারছি, তুই মজা করার চেষ্টা করছিস। কিন্তু এই যে অসময়ে মজা করার চেষ্টা, এটাও কিন্তু টেনশন বাড়ার একটা কারণ। কারণ, মজাটা করার জন্য নিজের ওপর চাপ সৃষ্টি করতে হচ্ছে। মানে মজা করার জন্য জোরাজুরি করা আর কী। তো এমনিতেই যেখানে চাপের শেষ নেই, সেখানে যদি মজা করার জন্য আলাদা চাপ সৃষ্টি করা হয়, তাহলে জীবনটা চাপে চাপে তেজপাতা না হয়ে যায় কই? ছোটভাই বললো- এই যে চারপাশে এত চাপ, এত টেনশন। এটা থেকে বাঁচার উপায় কী? আমি বললাম, বাঁচার কোনো উপায় নেই। যতক্ষণ পৃথিবীতে আছিস, টেনশন করতেই হবে। বলতে পারিস, জীবনের অপর নাম টেনশন। ছোটভাই বললো, তাহলে তো বিষয়টা বোতলবন্দি হয়ে গেল। আমি অবাক হয়ে বললাম, বোতলবন্দি হয়ে গেল মানে? ছোটভাই বললো- আপনি বললেন না জীবনের অপর নাম টেনশন? এদিকে পানির অপর নাম জীবন। আর পানি তো বোতলেই থাকে, নাকি? আমি বললাম, জি, পানি বোতলেই থাকে। বস্তায় থাকে না। কিন্তু এখানে পানির বিষয়টা টেনে আনা সমীচীন হয়েছে? ছোটভাই এবার প্রায় লাফিয়ে উঠলো। বললো, এই তো আরেক টেনশনে ফেলে দিলেন। আরে ভাই, ‘সমীচীন হয়েছে’ বলতে গেলেন কেন? উচিত হয়েছে কিনা, এটা বলতে পারতেন। আমি বললাম, সমীচীন বলতে সমস্যা কোথায়? ছোটভাই বললো, সমীচীন বলার কারণে চীনের কথা মনে পড়ে গেল। করোনা ভাইরাসের প্রথম দেখা ওখানেই। এদিকে হঠাৎ করেই করোনা বাড়তে শুরু করেছে। টেনশনের তো শেষ নেই। আমি বললাম, টেনশনের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। আর মাথা ঠান্ডা রাখার সহজ উপায় হচ্ছে... ছোটভাই আমাকে থামিয়ে দিয়ে বললো, মাথা ঠান্ডা রাখার সহজ উপায় আমাকে শেখাতে আসবেন না। আমার শেখা আছে। আর ভয়ংকর অভিজ্ঞতাও আছে। আমি খানিকটা ভয় পেয়ে গিয়ে বললাম, ভয়ংকর অভিজ্ঞতা মানে? ছোটভাই বললো, আমার বউ সেদিন বললো টেনশনের সময় মাথা ঠান্ডা রাখার উপায় নাকি তার জানা আছে। এরপর টানা তিন দিন আমার এমন হাঁচি কাশি হলো, আমার যন্ত্রণায় বিল্ডিংয়ের সভাপতি মিটিং ডাকতে বাধ্য হলেন। কারণ, সবাই তার কাছে অভিযোগ করেছিল, আমার বিকট হাঁচির জন্য নাকি বিল্ডিংয়ে ফাটল ধরতে পারে। আমি বললাম, বাড়িয়ে কথা বলার অভ্যাস তোর গেলো না। ছোটভাই বললো, না, মানে মাথা ঠান্ডা করতে মাথা ফ্রিজের ভিতর ঢুকিয়ে দিয়েছিলাম তো!
শিরোনাম
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৮
- চার ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল শুরু
- সাদুল্লাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১২৯০ জন
- পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে শুভসংঘের সচেতনতা সভা স্বরূপকাঠিতে
- ‘জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’
- পূর্বাচলে হচ্ছে চার নতুন থানা
- রামদা দিয়ে কুপিয়ে ছাদ থেকে দুই শিক্ষার্থীকে ফেলে দিল 'স্থানীয়রা', উত্তপ্ত চবি
- একটি গোষ্ঠী সু-কৌশলে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে : দুদু
- অটোরিকশা চালককে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, গ্রেপ্তার ২
- বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
- তিন মাস পর খুলছে সুন্দরবন, জেলে ও পর্যটন ব্যবসায়ীদের প্রাণচাঞ্চল্য
- নাটোরে চোর সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে প্রাণ গেল বৃদ্ধের
- চবি এলাকায় ১৪৪ ধারা জারি
- শাবিতে রক্তদানে উৎসাহিত করতে ‘সঞ্চালন’-এর নতুন উদ্যোগ
- উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু
- সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- ইংল্যান্ডে গাড়ির কাঁচ মুছে টাকা দাবি, ‘ভারতীয়’ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল
- মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ৬৮তম স্বাধীনতা দিবস