ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসা দিবস নিয়ে মজনু বিশাল পরিকল্পনা এঁটেছে। এবার সে তার প্রেমিকাকে এমন অভিনব উপায়ে সারপ্রাইজ দিতে চায় যা আগে কেউ কখনো দেয়নি। কিন্তু সেটা কী? মজনু নিজেও জানে না। সে ভাবে। মনোযোগ দিয়ে সারা দিন ভাবে। রাতে মজনুর ঘুম আসে না। মশারির ভিতর মশা ঢুকিয়ে সারা রাত মশা দেখে আর ভাবে। তবুও মাথা খেলে না। খাবার টেবিলে ধোঁয়া উঠা গরম গরম বিরিয়ানির প্লেট দেখেও মজনুর ক্ষুধা জাগে না। প্লেট দূরে সরিয়ে গালে হাত দিয়ে উদাস নয়নে বসে থাকে। একবার তার মনে হয় এক ট্রাক গোলাপ নিয়ে প্রেমিকার বাড়ির সামনের রাস্তায় ফেলে দিয়ে আসবে। বিকালে ট্রাক স্ট্যান্ডে গিয়ে দিন চুক্তিতে ট্রাক ভাড়ার দাম শুনে সে চুপচাপ ফিরে আসে। মজনুর টাকা খরচের ইচ্ছে নেই। সে চাইছে বিনাখরচে সেরা সারপ্রাইজ। কিন্তু দাম ছাড়া উপহার পাওয়া মুশকিল। মজনুর মাথা গরম থাকে। সারা দিন সে চুল টানে আর ভাবে। চিন্তাগ্রস্ত মজনুকে দেখে মজনুর মা মনে করে ছেলের সামনে পরীক্ষার রেজাল্ট দিবে। তিনি মজনুর মাথা ঠা-া করার তেল লাগিয়ে দেন। তাতেও মজনুর মাথা ঠা-া হয় না। উল্টা তার মাথায় আসে দুনিয়ার সবচেয়ে দীর্ঘ প্রেমপত্র লেখার পরিকল্পনা। সবচেয়ে বড় প্রেমপত্র কয় পাতার হতে পারে মজনু আন্দাজ করতে পারে না। দশ, বিশ, নাকি একশো পাতা? মজনু লিখতে বসে। একপাতার অর্ধেক লিখেই তার হাত ব্যথা করে। মজনু সেরা সারপ্রাইজ দিতে চায় কিন্তু কষ্ট করতে চায় না। প্রেমপত্র লেখা মারাত্মক কষ্টের কাজ। টেবিল ছেড়ে মজনু টিভি দেখতে বসে। কিন্তু আগ্রহ পায় না। খবরে নদীর সংবাদ দেখে তার মনে হয় সাঁতরে এক মাথা থেকে আরেক মাথায় নদী পার হবে। সমস্যা হচ্ছে, মজনু সাঁতার জানে না। তারচেয়েও বড় কথা শীতের মধ্যে সাঁতরানো কঠিন কাজ। এভাবে মজনু রাস্তায় রাস্তায় হাঁটে আর ভাবে। ভেবেও কূলকিনারা পায় না। এক সময় তার মাথায় আসে প্রেমিকার বাড়ির সামনে টাঙানো বিলবোর্ডের উপরে উঠে বসে থাকার পরিকল্পনা। পরক্ষণেই তার মনে হয় উপরে উঠবেই যখন বিলবোর্ডে কেন, প্রেমিকার জন্য সে সবচেয়ে উঁচু পাহাড়ে চড়বে। অ্যাডভেঞ্চার প্রেমিক হিসেবে এতে দেশে-বিদেশে মজনুর নামডাক হবে। কিন্তু তখনই মজনুর মনে পড়ে তাদের দোতলা বাসায় সে কখনো লিফট ছাড়া উপরে উঠেনি সেখানে কীভাবে এতো উঁচু পাহাড় সে বাইবে! সুতরাং এই পরিকল্পনাও বাদ। একের পর এক পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মজনু মন ভেঙে যায় তখনই সে পকেট থেকে মোবাইল বের করে বিলকিসকে পাঠানো মেসেজ চেক করে। মজনু তার ক্রাশ বিলকিসকে ‘হাই’ লিখে মেসেজ পাঠিয়েছিল। চার বছরেও বিলকিস সেই মেসেজ সিন করেনি। মজনুর ঠোঁটের কোনে হাসি ফোটে। ভাগ্যিস বিলকিস প্রতিউত্তর দেয়নি। মেসেজের প্রতিউত্তর দিলেই মজনুর সঙ্গে বিলকিসের প্রেমটা হয়ে যেত আর এই বছরেই মজনুকে দুনিয়ার সবচেয়ে অভিনব সারপ্রাইজটা তার বিলকিসকে দিতে হতো! যেহেতু মেসেজের রিপ্লাই দেয়নি, প্রেমও হয়নি। আরও একটা বছর মজনুর হাতে পাওয়া গেল! মজনু নিজের ভাগ্যকে মনে মনে ধন্যবাদ জানায়। তার প্রচ- ক্ষুধা পেয়েছে। আজ বাইরে বেরুনোর আগে বিরিয়ানির বাটিটা সে ফ্রিজে দেখে এসেছিল। সেটা মনে পড়তেই মজনু জোর কদমে হাঁটা লাগায়।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
মজনুর ভ্যালেন্টাইন টেনশন
রাফিউজ্জামান সিফাত
প্রিন্ট ভার্সন