শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

কেন আলো খোঁজ

জোবায়ের মিলন

রাত- অন্ধকার হবে, এটাই স্বাভাবিক।

কেন আলো খোঁজ

কেন খোঁজ বৈদ্যুতিক বাতি বা

টর্চলাইট বা জোনাকির পুচ্ছ?

তুমি কি আলো না

তোমার ভেতরে কি জন্ম নেয়নি সেই আলো

যে আলো অন্ধকার ছেনে দ্যাখে বহুদূর?

 

রোজ রোজ বাজারের ফর্দ দীর্ঘ করো না

খাদ্যাভ্যাসে নাও সে-ই কিছু

যা তোমার উদরে না, আত্মায়

উৎপন্ন করবে অমিত আলোক রশ্মি

যেন কোন অন্ধজন তোমাকে ধরে পার হতে পারে

নিগূঢ় রাত্রির পথ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর