শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
কবিতা

যে তুমি আমার স্বাক্ষর

শামীম আজাদ

এমনকি আমাকেও অনুবাদের পর

শুধু একটি মাত্র নাম এসে দাঁড়ায়

অনুভূম উর্বর

সে আমার অভিজ্ঞান

সদা জাগ্রত শুদ্ধতা নিরন্তর।

তাই আমার ঠিকুজি খুঁজতে হয় না

হয়নি কখনো

বিগত এ পঞ্চাশ বছর।

 

এই বিলেত তো দেশ থেকে বহুদূর

তবু যখনি পড়েছি

রাতে শীতে দৈন্যে নিভৃতে

অন্যায় অবহেলায় কেঁপেছে অন্তর

আমার শক্তি শুষে নিতে বর্ণবাদ

এ বাদামি ঘাড় লক্ষ্য করে

তেড়ে এসে দিয়েছে কামড়

আর আমি দেহখানা নিয়ে

দর দর ঘেমেছি

চূড়ান্ত যুদ্ধে হার মানার আগে

জর্জরিত বেদনায় শক্তির অন্বেষণে

হাত রেখেছি বন্ধুর হাতের পর

 

ফিস ফিস করে সে বলিয়াছে

ভয় পাস নে শামীম

আমার নাম শেখ মুজিবুর।

 

মানুষের স্বপ্ন ও স্মৃতি

দুটোই সমান সম্পত্তি

তেমন সমিল অক্ষরের উপরই

মানুষ করে নির্ভর।

 

মাঝে মাঝে ভাবি

হে আমার পিতা

আমাদের অন্তর অক্ষর

ভাগ্যিস আমাদের নামের বানানটা

সঠিক করে দিয়েছিলে তাই

তোমারই কারণে হয়েছি স্বাক্ষর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর