আমি ছায়ার মতো ঘিরে থাকি জনতার সাথে
প্রত্যেকের সাথে থাকি আমি তাদের অজানা পথে।
আমার এমনই শক্তি
দেই না কাহারেও মুক্তি।
আমি থাকি কৃষকের মাঝে, আমি বিচরণ করি কুলির সাথে,
আমি লুকিয়ে থাকি ধনী দরিদ্র নারী-পুরুষের মাঝে
বুঝিতে পারে আমি আছি তাহার সাথে;
আমার নীরবতা স্রোতহীন পানির মতো,
আছে অপার শক্তি যত।
আমি থাকি শিশুদের খেলার মাঠে
সন্ধ্যা আলোয় পুকুর ঘাটে।
যোদ্ধারা যখন যুদ্ধ করে আকাশে জলে স্থলে
বন্দুকের গুলি ছোটায় দামামা বাজিয়ে তরবারি হাতে
আমি থাকি তাহাদেরি সাথে।
কিন্তু তাহারা বুঝিতে পারে না, শত্রুর থেকেও ভয়ংকর আমি,
কেও মোরে করিতে পারে না দমন
নহে রাজা নহে বাদশা নহে কামান।
আমি কাহারেও করি না আদেশ
নীরবে আমার হুকুম সকলেই শোনে
রাজার আদেশ নহে।
সকলেই মোরে চিনে, কিন্তু দেখিতে পায় না কেউ
শুধু মুখ চাওয়াচায়ি করে।
হয়তো শত্রুমুক্ত হয় এক সময়
কিন্তু আমার থেকে মুক্ত হবার নয়!!