শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

এমআইটিতে যাচ্ছেন চাঁদপুরের নাফিস

নেয়ামত হোসেন, চাঁদপুর

এমআইটিতে যাচ্ছেন চাঁদপুরের নাফিস

চাঁদপুরের নাফিস উল হক যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) স্নাতক পড়ার সুযোগ পেয়েছেন। তিনি চাঁদপুর সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের ছাত্র। আসছে এইচএসসি পরীক্ষায় তার অংশ নেওয়ার কথা। গত ১৫ মার্চ নাফিসের ভর্তির বিষয়টি যুক্তরাষ্ট্রের এমআইটি থেকে পাঠানো ই-মেইলে নিশ্চিত করা হয়েছে। নাফিস শহরের দর্জিঘাট এলাকায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। দুই ভাই-বোনের মধ্যে তিনি ছোট। তার বাবা নাসির উদ্দিন ও মা কামরুন নাহার দুজনই শিক্ষকতা করেন। নাফিসের গ্রামের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ। নাফিস চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছিলেন। বাংলাদেশিদের মধ্যে নাফিস সবচেয়ে কম বয়সে এইচএসসি-তে অধ্যয়নরত অবস্থায় এমআইটিতে স্নাতক পড়ার সুযোগ পেলেন।

নাফিস বলেন, ‘আমি দেখেছি এখন পর্যন্ত এমআইটিতে যারাই সুযোগ পেয়েছেন তারা কোনো না কোনো আন্তর্জাতিক অলিম্পিয়াডের পদকধারী। সে ক্ষেত্রে আমি অনেক সৌভাগ্যবান। আমি ২০২১ ও ২০২২ সালে বাংলাদেশকে ইনফরমেটিক্স ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডে রিপ্রেজেন্ট করেছি। ২০২২ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইনফরমেটিক্সে (আইওআই) বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেছি।

সর্বশেষ খবর