কোনো জনপ্রতিনিধি বা বিত্তশালী না হয়েও প্রায় এক যুগ ধরে ভাঙাচোরা রাস্তা মেরামত করে সবার নজরে আসেন দরিদ্র ভ্যানচালক মিস্টার আলী। ভ্যান চালিয়ে সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেলেও সেই টাকা থেকে এমনকি বাড়ির আসবাবপত্র বিক্রি করে, বাড়ি মেরামতে ঋণের টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে এলাকার চলাচলের অযোগ্য রাস্তা মেরামত করেন দরিদ্র এই মানুষটি। কিন্তু তার এই কাজ ভালো চোখে দেখছেন না স্থানীয় কিছু জনপ্রতিনিধি। তারা মিস্টার আলীকে আধপাগলা আখ্যা দিতেও ছাড়ছেন না। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের মৃত সাজেমান হকের ছেলে দিনমজুর ও ভ্যানচালক মিস্টার আলী (৬০)। তিনি এই প্রতিবেদককে বলেন, আমার এলাকার কোনো মানুষ যেন রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার না হয়। ভালোভাবে গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য আমি ১০-১২ বছর ধরে নিজের উপার্জিত অর্থ দিয়ে এলাকার ভাঙা রাস্তা মেরামত করি। যতদিন বাঁচব ততদিনই আমি জনকল্যাণমূলক এ কাজ করে যাব। গত বুধবার সকালে মনাকষা ইউনিয়নের খড়িয়াল চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা মেরামতের সময় তার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, আমি জনগণের কল্যাণে মনাকষা ইউনিয়নের গোপালপুর, কুঠিরঘাট, পারচৌকা, রানীনগর, হাঙ্গামী, হাউসনগর, মনাকষা, বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা, কালিগঞ্জ, বিশ্বনাথপুর, শ্যামপুর ইউনিয়নের চামাবাজার ছাড়াও দুর্লভপুর ইউনিয়নের কয়েকটি স্থানে ভাঙা রাস্তা মেরামত করে যাতায়াতে জনগণের ভোগান্তির শিকার হতে রক্ষা করেছি। তবে এ কাজের জন্য আমি কারও কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। সারা দিন ভ্যান চালিয়ে যা উপার্জন করি, তা থেকে সামান্য কিছু সংসারে খরচ করি এবং বাকি টাকা সঞ্চয় করে কয়েকদিনের জমানো টাকা দিয়ে ইট, বালু ও সিমেন্ট কিনে রাস্তা মেরামত করি। এভাবেই আমি রাস্তা মেরামতের কাজ করি। এতে আমি খুব আনন্দ পাই, কারণ আমার এ কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। এদিকে মনাকষা ইউনিয়নের এক গৃহবধূ বলেন, মিস্টার আলী অত্যন্ত গরিব মানুষ হলেও প্রায় ১০-১২ বছর ধরে তিনি ভ্যান চালিয়ে উপার্জিত টাকা সংসারে খরচ না করে জনকল্যাণে রাস্তা মেরামত করেন। আমাদের বাড়ির সামনে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। কিন্তু মিস্টার আলী সেটি মেরামত করে যাতায়াতের উপযোগী করে জনভোগান্তি দূর করেন। এ প্রসঙ্গে মিস্টার আলীর স্ত্রী শাহাজাদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভাবের সংসারে আমার স্বামী ভ্যান চালিয়ে যা উপার্জন করে তার সবই রাস্তা মেরামতের কাজে খরচ করেন। মিস্টার আলীর পুত্রবধূ হাসিনা বেগম জানান, আমার শ্বশুর কিস্তির টাকায় বাড়ির জন্য কেনা ইট, বালু সিমেন্ট, এমনকি বাড়ির এক দিকের ওয়াল ভেঙে সে ইটগুলো নিয়ে রাস্তা মেরামত করেছেন। যে জন্য আমাদের বাড়ির কাজ বন্ধ আছে। মিস্টার আলীর প্রতিবেশীরা তার এই কাজে গর্ববোধ করে বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন হলেও তারা দূরে থাকেন আরও মিস্টার আলী এলাকার ভাঙাচোরা রাস্তা মেরামতে তার কষ্টার্জিত অর্থ ব্যয় করেন- যা দৃষ্টান্ত হয়ে থাকবে।
শিরোনাম
- যুদ্ধ বন্ধে ট্রাম্পের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চান জেলেনস্কি
- কারাগারগুলোতে চলছে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান-ডোপ টেস্ট
- চাঁদপুর মেডিকেল কলেজে বিজ্ঞান মেলা শুরু
- সিলেটে অবৈধ সিএনজি অটোরিকশা সরাতে আল্টিমেটাম
- ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- বোয়ালমারীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
- পাঁচ ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত, বসছে প্রশাসক
- বিশ্বব্যাপী জলবায়ু কর্ম সপ্তাহে কলাপাড়ায় মানববন্ধন
- গাজায় গণহত্যা চলছে, দায়ী ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন
- সিদ্ধিরগঞ্জে আহতদের পুনর্বাসন, জুলাই যোদ্ধাকে দোকান উপহার
- ক্যান্সারে আক্রান্ত স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার বিষয়টি মানবিকভাবে দেখা উচিত
- নীলফামারীতে ৮৪৭টি মণ্ডপে হবে শারদীয় দুর্গাপূজা
- সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার আশঙ্কা
- চট্টগ্রামে মানবতার সেতুবন্ধনে হবে ‘এসএমসিএইচ সামিট’
- মিরসরাইয়ে শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার বাবাসহ সৎমা
- পানছড়িতে ভূতুরে বিদ্যুৎ বিল নিয়ে উত্তেজনা
- মাগুরায় চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
- বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে মদ ও গাঁজা উদ্ধার, আটক ২
- মালয়েশিয়ায় ভূমিধসে ১৩ জনের মৃত্যু
- তিন মাসে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ
এক যুগ ধরে নিজের টাকায় রাস্তা মেরামত
ভ্যানচালক মিস্টার আলীর অনন্য নজির
মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন

ঋণের টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে এলাকার চলাচল অযোগ্য রাস্তা মেরামত করেন দরিদ্র এই মানুষটি
এই বিভাগের আরও খবর