কোনো জনপ্রতিনিধি বা বিত্তশালী না হয়েও প্রায় এক যুগ ধরে ভাঙাচোরা রাস্তা মেরামত করে সবার নজরে আসেন দরিদ্র ভ্যানচালক মিস্টার আলী। ভ্যান চালিয়ে সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেলেও সেই টাকা থেকে এমনকি বাড়ির আসবাবপত্র বিক্রি করে, বাড়ি মেরামতে ঋণের টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে এলাকার চলাচলের অযোগ্য রাস্তা মেরামত করেন দরিদ্র এই মানুষটি। কিন্তু তার এই কাজ ভালো চোখে দেখছেন না স্থানীয় কিছু জনপ্রতিনিধি। তারা মিস্টার আলীকে আধপাগলা আখ্যা দিতেও ছাড়ছেন না। জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামের মৃত সাজেমান হকের ছেলে দিনমজুর ও ভ্যানচালক মিস্টার আলী (৬০)। তিনি এই প্রতিবেদককে বলেন, আমার এলাকার কোনো মানুষ যেন রাস্তাঘাটে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার শিকার না হয়। ভালোভাবে গন্তব্যে পৌঁছতে পারে সেজন্য আমি ১০-১২ বছর ধরে নিজের উপার্জিত অর্থ দিয়ে এলাকার ভাঙা রাস্তা মেরামত করি। যতদিন বাঁচব ততদিনই আমি জনকল্যাণমূলক এ কাজ করে যাব। গত বুধবার সকালে মনাকষা ইউনিয়নের খড়িয়াল চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তা মেরামতের সময় তার সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি জানান, আমি জনগণের কল্যাণে মনাকষা ইউনিয়নের গোপালপুর, কুঠিরঘাট, পারচৌকা, রানীনগর, হাঙ্গামী, হাউসনগর, মনাকষা, বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা, কালিগঞ্জ, বিশ্বনাথপুর, শ্যামপুর ইউনিয়নের চামাবাজার ছাড়াও দুর্লভপুর ইউনিয়নের কয়েকটি স্থানে ভাঙা রাস্তা মেরামত করে যাতায়াতে জনগণের ভোগান্তির শিকার হতে রক্ষা করেছি। তবে এ কাজের জন্য আমি কারও কাছ থেকে কোনো টাকা পয়সা নিইনি। সারা দিন ভ্যান চালিয়ে যা উপার্জন করি, তা থেকে সামান্য কিছু সংসারে খরচ করি এবং বাকি টাকা সঞ্চয় করে কয়েকদিনের জমানো টাকা দিয়ে ইট, বালু ও সিমেন্ট কিনে রাস্তা মেরামত করি। এভাবেই আমি রাস্তা মেরামতের কাজ করি। এতে আমি খুব আনন্দ পাই, কারণ আমার এ কাজের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। এদিকে মনাকষা ইউনিয়নের এক গৃহবধূ বলেন, মিস্টার আলী অত্যন্ত গরিব মানুষ হলেও প্রায় ১০-১২ বছর ধরে তিনি ভ্যান চালিয়ে উপার্জিত টাকা সংসারে খরচ না করে জনকল্যাণে রাস্তা মেরামত করেন। আমাদের বাড়ির সামনে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। কিন্তু মিস্টার আলী সেটি মেরামত করে যাতায়াতের উপযোগী করে জনভোগান্তি দূর করেন। এ প্রসঙ্গে মিস্টার আলীর স্ত্রী শাহাজাদী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, অভাবের সংসারে আমার স্বামী ভ্যান চালিয়ে যা উপার্জন করে তার সবই রাস্তা মেরামতের কাজে খরচ করেন। মিস্টার আলীর পুত্রবধূ হাসিনা বেগম জানান, আমার শ্বশুর কিস্তির টাকায় বাড়ির জন্য কেনা ইট, বালু সিমেন্ট, এমনকি বাড়ির এক দিকের ওয়াল ভেঙে সে ইটগুলো নিয়ে রাস্তা মেরামত করেছেন। যে জন্য আমাদের বাড়ির কাজ বন্ধ আছে। মিস্টার আলীর প্রতিবেশীরা তার এই কাজে গর্ববোধ করে বলেন, এলাকার উন্নয়নে জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন হলেও তারা দূরে থাকেন আরও মিস্টার আলী এলাকার ভাঙাচোরা রাস্তা মেরামতে তার কষ্টার্জিত অর্থ ব্যয় করেন- যা দৃষ্টান্ত হয়ে থাকবে।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
এক যুগ ধরে নিজের টাকায় রাস্তা মেরামত
ভ্যানচালক মিস্টার আলীর অনন্য নজির
মো. রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ
প্রিন্ট ভার্সন
ঋণের টাকা উঠিয়ে সেই টাকা দিয়ে এলাকার চলাচল অযোগ্য রাস্তা মেরামত করেন দরিদ্র এই মানুষটি
এই বিভাগের আরও খবর