শনিবার, ৫ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
১০০ বছর ধরে আইনি সহায়তা দিচ্ছে পঞ্চগড়ের একটি পরিবার

আইন পেশায় শত বছর

পঞ্চগড় প্রতিনিধি

আইন পেশায় শত বছর
পরিবারটির তিন সদস্য- ইয়াছিনুল করিম খোকন (৮২), তাঁর বাবা মৃত ইসমাইল হোসেন এবং ছেলে জাফর ইকবাল সুমন। পরিবারটি শত বছর ধরে আইন পেশায় নিযুক্ত আছে। স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, পঞ্চগড় জেলায় এ রকম পরিবার আর নেই। এ পরিবারের সবাই আইন পেশায় জড়িত। এ পেশায় ১০০ বছর পার করে বিস্ময় সৃষ্টি করেছেন তাঁরা।

পরম্পরায় ১০০ বছর ধরে আইন পেশায় নিয়োজিত থেকে সবাইকে আইনি সহায়তা দিচ্ছে পঞ্চগড়ের একটি পরিবার। এ উপলক্ষে শত বছর পূর্তি উৎসব করেছে পরিবারটি। শহরের কায়েতপাড়ানিবাসী পরিবারটির তিন সদস্য-ইয়াছিনুল করিম খোকন (৮২), তাঁর বাবা মৃত ইসমাইল হোসেন এবং ছেলে জাফর ইকবাল সুমন। পরিবারটি শত বছর ধরে আইন পেশায় নিযুক্ত আছে। পরিবারের প্রধান কর্ণধার পঞ্চগড় জজ কোর্টের আইনজীবী ইয়াছিনুল করিম খোকন জানান, তার বাবা ইসমাইল হোসেন ১৯২৪ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করে জলপাইগুড়ি আদালতে আইন পেশায় যোগ দেন। তখন তাঁরা জলপাইগুড়ি শহরের অধিবাসী ছিলেন। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় বাবাসহ পুরো পরিবার পঞ্চগড়ে চলে আসেন। পরে তার বাবা প্রথমে রংপুর আদালতে আইন পেশা শুরু করেন। কিছু দিন পর তিনি তৎকালীন দিনাজপুর জেলার অন্তর্গত পঞ্চগড়ের মুনসেফ কোর্টে আইন পেশা শুরু করেন। এই আদালতে তিনি ৫৬ বছর ধরে আইন পেশায় নিযুক্ত ছিলেন। ইয়াছিনুল করিম খোকন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করে ১৯৬৯ সালে বাবার জুনিয়র হিসেবে আইন পেশা শুরু করেন। তিনি ৫২ বছর ধরে পঞ্চগড় আদালতে আইন পেশায় নিযুক্ত আছেন। তার ছেলে জাফর ইকবাল সুমনও তরুণ আইনজীবী। সুমন ঢাকার আইডিয়াল ল কলেজ থেকে পড়াশোনা করে ২০০৭ সালে বাবার হাত ধরে আইন পেশায় যুক্ত হন। ইয়াছিনুল করিম খোকন আরও জানান, আইন পেশার পাশাপাশি নানা সামাজিক কার্যক্রমেও যুক্ত রয়েছেন তারা। স্থানীয় বিশিষ্টজনরা বলেন, পঞ্চগড় জেলায় এ রকম পরিবার আর নেই। এ পরিবারের সবাই আইন পেশার সঙ্গে জড়িত। এ পেশায় ১০০ বছর পার করে বিস্ময় সৃষ্টি করেছেন।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর