বাস পরিষ্কার করার ব্রাশ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের বানারীপাড়ার বাসিন্দা মো. আলাউদ্দিন। শুধু নিজেই নন, গ্রামের প্রায় ১৫ জন নারীকেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। বানারীপাড়া উপজেলার উদয়কাঠি গ্রামে এসে বাড়ি ও ব্রাশ তৈরির কারখানা গড়েন আলাউদ্দিন। তিনি পিরোজপুরের ইন্দেরকাঠি এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে তাঁর দূর সম্পর্কের ভাগনের একটি ব্রাশ তৈরির কারখানায় কাজ করতেন। তাঁর কারখানাটি বন্ধ হয়ে গেলে বানারীপাড়া এসে বাড়ির ঘরের সামনে নিজেই ব্রাশ তৈরির কারখানা গড়ে তোলেন। চাম্বল গাছ ও নারকেলের আঁশ দিয়ে ব্রাশ তৈরি করেন তিনি। আলাউদ্দিন বলেন, ‘চাম্বল গাছের কাঠ দিয়ে হাতল ও আঁশ বসানোর ছিদ্র তিনি করে দেন। বানারীপাড়া উপজেলার নান্দুহার গ্রামের প্রায় ১৫ জন নারী আঁশ বসিয়ে ব্রাশ তৈরি করেন।’ প্রতিটি ব্রাশ তৈরি করে দেওয়ার বিনিময়ে দুই টাকা করে পারিশ্রমিক দেন তিনি। ব্রাশ তৈরির উপকরণ চাম্বল গাছের কাঠ বানারীপাড়া থেকে সংগ্রহ করেন। নারকেলের আঁশ পিরোজপুরের ইন্দেরহাট থেকে সংগ্রহ করেন। প্রতিদিন ২০০ থেকে ৪০০ ব্রাশ তৈরি করেন। ওই ব্রাশ দেশের নানা স্থানে ডজন হিসেবে পাইকারি বিক্রি করেন। প্রতি পিসের পাইকারি দাম পড়ে ৩২ টাকা। তিনি জানান, তাঁর ওই ব্রাশ দিয়ে বাস-ট্রাকের ধুলা ময়লা পরিষ্কার করা হয়। সবচেয়ে বেশি বিক্রি করেন ঢাকা ও চট্টগ্রামে। গত ১৬ বছর ধরে ব্রাশ তৈরি করার কাজ করেন। প্রতি পিস ব্রাশ তৈরি করলে তার ৭ থেকে ৮ টাকা লাভ থাকে তার।
শিরোনাম
- 'ইন্টারনেট ব্ল্যাকআউট' কর্মসূচি বাতিল
- মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ৪৮ জনকে পুশইন করল বিএসএফ
- জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
- যুবলীগ নেতাকে ধরতে বাড়ি ঘেরাও, ফোনে বললেন-‘লাভ হবে না’
- যেভাবে ত্বকের যত্নে সাহায্য করে নিমপাতা
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
ব্রাশ বানিয়ে স্বাবলম্বী
বাস পরিষ্কার করার ব্রাশ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের বানারীপাড়ার বাসিন্দা মো. আলাউদ্দিন। শুধু নিজেই নন, গ্রামের প্রায় ১৫ জন নারীকেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। এই ব্রাশগুলো তৈরি হয় চাম্বল গাছ ও নারকেলের আঁশ দিয়ে...
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর