বাস পরিষ্কার করার ব্রাশ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের বানারীপাড়ার বাসিন্দা মো. আলাউদ্দিন। শুধু নিজেই নন, গ্রামের প্রায় ১৫ জন নারীকেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। বানারীপাড়া উপজেলার উদয়কাঠি গ্রামে এসে বাড়ি ও ব্রাশ তৈরির কারখানা গড়েন আলাউদ্দিন। তিনি পিরোজপুরের ইন্দেরকাঠি এলাকার বাসিন্দা ছিলেন। সেখানে তাঁর দূর সম্পর্কের ভাগনের একটি ব্রাশ তৈরির কারখানায় কাজ করতেন। তাঁর কারখানাটি বন্ধ হয়ে গেলে বানারীপাড়া এসে বাড়ির ঘরের সামনে নিজেই ব্রাশ তৈরির কারখানা গড়ে তোলেন। চাম্বল গাছ ও নারকেলের আঁশ দিয়ে ব্রাশ তৈরি করেন তিনি। আলাউদ্দিন বলেন, ‘চাম্বল গাছের কাঠ দিয়ে হাতল ও আঁশ বসানোর ছিদ্র তিনি করে দেন। বানারীপাড়া উপজেলার নান্দুহার গ্রামের প্রায় ১৫ জন নারী আঁশ বসিয়ে ব্রাশ তৈরি করেন।’ প্রতিটি ব্রাশ তৈরি করে দেওয়ার বিনিময়ে দুই টাকা করে পারিশ্রমিক দেন তিনি। ব্রাশ তৈরির উপকরণ চাম্বল গাছের কাঠ বানারীপাড়া থেকে সংগ্রহ করেন। নারকেলের আঁশ পিরোজপুরের ইন্দেরহাট থেকে সংগ্রহ করেন। প্রতিদিন ২০০ থেকে ৪০০ ব্রাশ তৈরি করেন। ওই ব্রাশ দেশের নানা স্থানে ডজন হিসেবে পাইকারি বিক্রি করেন। প্রতি পিসের পাইকারি দাম পড়ে ৩২ টাকা। তিনি জানান, তাঁর ওই ব্রাশ দিয়ে বাস-ট্রাকের ধুলা ময়লা পরিষ্কার করা হয়। সবচেয়ে বেশি বিক্রি করেন ঢাকা ও চট্টগ্রামে। গত ১৬ বছর ধরে ব্রাশ তৈরি করার কাজ করেন। প্রতি পিস ব্রাশ তৈরি করলে তার ৭ থেকে ৮ টাকা লাভ থাকে তার।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
ব্রাশ বানিয়ে স্বাবলম্বী
বাস পরিষ্কার করার ব্রাশ তৈরি করে স্বাবলম্বী হয়েছেন বরিশালের বানারীপাড়ার বাসিন্দা মো. আলাউদ্দিন। শুধু নিজেই নন, গ্রামের প্রায় ১৫ জন নারীকেও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়েছেন। এই ব্রাশগুলো তৈরি হয় চাম্বল গাছ ও নারকেলের আঁশ দিয়ে...
সাইদ মেমন, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর