বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

চট্টগ্রামেও কি চার-ছক্কার ফুলঝুরি?

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামেও কি চার-ছক্কার ফুলঝুরি?

হোটেল র‌্যাডিসন ব্লুতে রংপুর রাইডার্সের দুই তারকা ক্রিকেটার ক্রিস গেইল ও শাহরিয়ার নাফিস —দিদারুল আলম

টি-২০ মানেই চার-ছক্কার ফুলঝুরি। চার-ছক্কার ঝড় দেখিয়ে সিলেট-ঢাকার দর্শকদের আনন্দ দেওয়ার পর এবার বন্দরনগরে এসেছেন ‘ছক্কাদানব’ গেইল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব, তামিম, ম্যাককালাম, আফ্রিদিরা। আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে খুলনা টাইটানস। দ্বিতীয় ম্যাচে ঘরের দল চিটাগাং ভাইকিংস খেলবে সিলেট সিক্সার্সের বিপক্ষে।

চট্টগ্রাম পর্বে অংশ নিতে এরই মধ্যে চট্টগ্রামে চলে এসেছে সব দল। চট্টলার মাটিতে পা রাখার পরপরই নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। অনুশীলনের ফাঁকেই চট্টগ্রাম থেকে কক্সবাজারে গ্রামীণফোন বিচ ক্রিকেট খেলতে গিয়েছেন মুশফিক, তামিম, সৌম্য, সাব্বির, তাসকিনসহ বেশ কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের ভেরিফাইড পেজ থেকে কক্সবাজার যাওয়ার খবর জানিয়েছেন চিটাগাংয়ের ওপেনার সৌম্য সরকার ও ডান হাতি পেসার তাসকিন আহমেদ। সেখানে তাসকিনের পোস্টে সিলেটের জার্সিতে বিপিএল খেলা সাব্বির রহমানকেও তাদের সঙ্গে দেখা গেছে। আগামীকাল চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মাঠে নামছে তারকাসমৃদ্ধ রংপুর রাইডার্স। প্রতিপক্ষ খুলনা টাইটানস। সিলেট পর্বে রাইডার্স প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও ঢাকা পর্বে ঘুরে দাঁড়ায়। ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ও ম্যাককালাম দলে যোগ দেওয়ার পর দলটির খেলোয়াড়দের আত্মবিশ্বাস যেন অনেকটাই বেড়ে গেছে। ফলে শেষ দুই ম্যাচে সিলেট ও ঢাকার বিপক্ষে দারুণ দুটি জয় ঘরে তুলে তারা কিছুটা ঘুরে দাঁড়িয়েছে।

ঢাকায় দ্বিতীয় পর্ব শেষে শীর্ষে আছে চট্টগ্রামের লোকাল হিরো তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সিলেট ও ঢাকায় ছয়টি ম্যাচ খেলে সবার চেয়ে বেশি পাঁচটি জয় পেয়েছে কুমিল্লা। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটি তাই ভিক্টোরিয়ান্সের দখলে। টানা দুটি ম্যাচ হেরে দুইয়ে নেমে গেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। আট ম্যাচে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। ৭ ম্যাচে সমান ৯ পয়েন্ট খুলনা টাইটানসের। নেট রানরেটে পিছিয়ে থাকায় তিন নম্বরে মাহমুদুল্লাহর দল খুলনা টাইটানস। ঢাকায় এসে একটিও ম্যাচ জিততে পারেনি চারে থাকা সিলেট সিক্সার্স। আট ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নাসিরের নেতৃত্বাধীন দলটি। গেইল-ম্যাককালাম আসায় প্রতিযোগিতায় দারুণভাবে ফিরে এসেছে রংপুর রাইডার্স। ছয় ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। রাজশাহী কিংসের সাত ম্যাচে ৪ পয়েন্ট। ছয় ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে তলানিতে অবস্থান চিটাগাং ভাইকিংসের। তারা সিলেট ও ঢাকা পর্বে মাত্র এক জয় পায়। গত দুই পর্বে নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য, আল আমিন জুনিয়র, সানজামুলরা। এবার নিজেদের মাঠে ভাগ্য বদলানোর প্রত্যাশায় সবার আগে চট্টগ্রামে পৌঁছে অনুশীলন করেছেন সৌম্য-তাসকিনরা। সেইসঙ্গে কম্বিনেশন নিয়ে কিছুটা সমস্যায় রয়েছে দলটি। তবে চট্টগ্রাম পর্বে জয়ে ফেরার প্রত্যাশা কোচ নুরুল আবেদীনের।

সর্বশেষ খবর