শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

স্থগিত হতে পারে বাংলাদেশের পাকিস্তান সফর

‘করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডই চিঠি চালাচালি করেছে। দুই ক্রিকেট বোর্ডই সিরিজ স্থগিতের বিষয়েও মানসিকভাবে সম্মত হয়েছে।’

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে জর্জরিত বিশ্ব। মারণঘাতী ভাইরাসে স্থবির হয়ে পড়ছে বিশ্বের ক্রীড়াঙ্গন। করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও। বিসিবি স্থগিত করেছে মুজিববর্ষ উপলক্ষে ২১ ও ২২ মার্চ এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের দুটি টি-২০ ম্যাচ। স্থগিত হয়েছে ভারতের বিশ্বখ্যাত সুরকার ও সঙ্গী শিল্পী এ আর রহমানের কনসার্ট। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ভেন্যু সরিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ নিয়ে এসেছে ঢাকায়। এবার করোনাভাইরাসের ধাক্কায় স্থগিত হতে পারে বাংলাদেশের পাকিস্তান সফরও। যদিও বিসিবি এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ক্রিকেট বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, বিসিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির সূত্র জানিয়েছে, ‘করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে দুই দেশের ক্রিকেট বোর্ডই চিঠি চালাচালি করেছে। দুই ক্রিকেট বোর্ডই সিরিজ স্থগিতের বিষয়েও মানসিকভাবে সম্মত হয়েছে।’

২০০৮ সালের পর এক যুগের ব্যবধানে পাকিস্তান সফরে যায় বাংলাদেশ। তিন ধাপের সফরের প্রথমটিতে লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে। এরপর দ্বিতীয় ধাপে টেস্ট সিরিজের প্রথমটি খেলে রাওয়ালপিন্ডিতে। তৃতীয় ধাপে একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে করাচি যাওয়ার কথা ২৮ মার্চ রাতে। সিরিজের একমাত্র ওয়ানডেটি ১ এপ্রিল ও টেস্টটি ৫-৯ এপ্রিল হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসে করাচির অবস্থা খুব ভালো নয়। স্কুল ও কলেজ বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় সফর কতটা যুক্তিযুক্ত? বিসিবি সিইও নিজামুদ্দিন সুজন বলেন, ‘আমরা আইপিএলের দিকে খেয়াল রাখছি। তবে আইপিএলের উপর সফর নির্ভর করছে না। আমরা এখনই স্থগিতের সিদ্ধান্ত নিচ্ছি না। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। খেয়াল রাখতে হবে, সারা বিশ্বের ফ্লাইট সংখ্যা কমে আসছে।’ বাংলাদেশ ক্রিকেট দল দ্বিতীয় ধাপে পাকিস্তান সফর করেছিল কাতার এয়ারওয়েজে। কিন্তু কাতার সরকার বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিষিদ্ধ করেছে কাতার। এমন বিবেচনায় বাংলাদেশের পাকিস্তান সফর বাতিল হতে পারে।  

সর্বশেষ খবর