শুক্রবার, ২৭ মার্চ, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় ফুটবলারদের বড় অনুদান

ক্রীড়া ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বজুড়ে প্রায় ৫ লাখ মানুষ। মৃত্যুবরণ করেছে ২২ হাজারের বেশি। এর মধ্যে অনেকে সুস্থ হলেও অবস্থার ভয়াবহতা জীবনের অনেক গতিই থামিয়ে দিয়েছে। খেলাধুলা থেমে আছে। তবে জীবনের নানা দিকের গতি ফিরিয়ে আনার চেষ্টায় অবিরাম শ্রম দিয়ে যাচ্ছেন ক্রীড়াঙ্গনের তারকারা। ফুটবল এক্ষেত্রে এগিয়ে এসেছে অন্যদের চেয়ে কিছুটা বেশি করেই। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি, জøাতান ইব্রাহিমোভিচ, পেপ গার্ডিওলারা মন খুলে দান করে যাচ্ছেন। রোনালদো পর্তুগালের হাসপাতালে দান করেছেন ইনটেনসিভ কেয়ারের জন্য বেড, ভেন্টিলেটর এবং হার্ট রেট মনিটর। অন্যদিকে লিওনেল মেসি এবং পেপ গার্ডিওলা বার্সেলোনার হাসপাতালে দান করেছেন ১ মিলিয়ন ইউরো করে। কেবল দান করাই নয়, ফুটবলসমর্থকদের বিনোদনের দিকটাতেও বিশেষ নজর দিচ্ছেন ফুটবলাররা।

সর্বশেষ খবর