রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

ডাক্তার-নার্সদের ধন্যবাদ মাহমুদুল্লাহর

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসে বিপর্যস্ত জনজীবন। খেলাধুলা বন্ধ। লকডাউন গোটা দেশ। হোম কোয়ারেন্টাইনে বাংলাদেশের ক্রীড়াবিদরা। ঘরে বসে নিজেদের প্রস্তুত রাখছেন। কেউ কেউ আবার দুস্থদের সাহায্যও করছেন। মাশরাফি, তামিম, মুশফিকরা বেতনের ৫০ শতাংশ অর্থ অনুদান দিয়েছেন। বিপলু, আরিফুররা খাদ্যদ্রব্য দিয়েছেন রিকশাওয়ালাদের। এর মধ্যেই ডাক্তার, নার্সরা সেবা করে যাচ্ছেন জীবনবাজি রেখে। সাকিব আল হাসান এজন্য স্যালুট দিয়েছেন ডাক্তার, নার্সদের। এবার তাদের ধন্যবাদ জানিয়েছেন টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮। এদের কয়েকজন ডাক্তারও রয়েছেন। অনেক সীমাবদ্ধতার মধ্যেই কাজ করেছেন ডাক্তার ও নার্সরা। এক ভিডিওবার্তায় তাদের ধন্যবাদ জানিয়েছেন মাহমুদুল্লাহ, ‘একটা কথা না বললেই নয়, আমাদের ডাক্তার, নার্স ও চিকিৎসাসেবায় যারা নিয়োজিত আছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই দুর্যোগের সময়ে আপনারা যেভাবে এগিয়ে এসে দেশকে সার্ভিস দিচ্ছেন, মন থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনাদের এই মহৎ কাজের জন্য অবশ্যই পুরস্কৃত হবেন ইনশাল্লাহ।’ ডাক্তার ও নার্সদেরই শুধু ধন্যবাদ জানাননি টি-২০ অধিনায়ক। সব কাজ বাদ দিয়ে দেশবাসীকে লকডাউন মেনে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধও করেছেন মাহমুদুল্লাহ, গতকাল থেকে বিষয়টি ভাবছি। অনেকেই ভাবছেন এতদিন ধরে বাসায় থেকে দৈনন্দিন কাজগুলো করছি।

সর্বশেষ খবর