শনিবার, ২৭ মার্চ, ২০২১ ০০:০০ টা

মোদির সঙ্গে দেখা করলেন সাকিব

মোদির সঙ্গে দেখা করলেন সাকিব

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গতকাল ঢাকায় আসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মহিলা এশিয়া কাপ জয়ী বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনও সাক্ষাৎ করেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নিজেকে সম্মানিত মনে করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তিনি বলেন, ‘ভারতীয় প্রধানমন্ত্রীর এ সফরে লাভবান হবে বাংলাদেশ, ভারত দুই দেশই। তিনি ভারতকে যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেটি দুর্দান্ত। আমি মনে করি তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দিনে দিনে আরও উন্নত হবে।’

বাংলাদেশ ক্রিকেট দল এখন নিউজিল্যান্ড সফর করছে। সেখানে টাইগাররা ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলছেন। সন্তানের পাশে থাকতে সফর করেননি সাকিব। শুধু তাই নয়, আইপিএল খেলবেন বলে এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের যে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ, সেখান থেকেও বিশ্রাম নিয়েছেন সাকিব। আইপিএলে কলকাতা নাইটরাইডার্সের পক্ষে খেলতে আজ ঢাকা ছাড়বেন সাকিব। অবশ্য দিন কয়েক আগে আইপিএল খেলার ছুটি চেয়ে যে চিঠি দিয়েছিলেন বিসিবিকে তা নিয়ে মন্তব্য করে আলোড়ন ফেলে দেন দেশব্যাপী।

সর্বশেষ খবর