শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নিজেদের ছাড়িয়ে গেল বসুন্ধরা কিংস

ক্রীড়া প্রতিবেদক

নিজেদের ছাড়িয়ে গেল বসুন্ধরা কিংস

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদেরই ছাড়িয়ে গেল বসুন্ধরা কিংস। ২০১৮-১৯ মৌসুমে ২৪ ম্যাচে ৬৩ পয়েন্ট সংগ্রহ করেছিল অস্কার ব্রুজোনের দল। সেবার অভিষেকেই লিগ শিরোপা জয় করেছিল দলটা। এবারে টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছে আগেই। গতকাল পয়েন্ট সংগ্রহের দিক দিয়ে নিজেদের রেকর্ডটা ভাঙল বসুন্ধরা কিংস (২৩ ম্যাচে ৬৪ পয়েন্ট)।

গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। দলের পক্ষে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো। লিগে সব মিলিয়ে এটি তার ২১ নম্বর গোল। লিগে গোলদাতার তালিকায় রবিনহোই সবার ওপরে। এ তালিকায় ১৯ গোল নিয়ে ২-এ আছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গাম্বিয়ান ফুটবলার ওমর জোবে। সাইফ স্পোর্টিংয়ের জন ওকোলি ১৮ গোল করে আছেন ৩ নম্বরে। শেখ রাসেলের বিপক্ষে গতকালের জয়ে ২৩ ম্যাচে ৬৪ পয়েন্ট সংগ্রহ করল বসুন্ধরা কিংস। নিজেদের সেরা সংগ্রহ (৬৩ পয়েন্ট) ছাড়িয়ে গেল দলটি। সামনে আবাহনীর রেকর্ড। ২০০৯-১০ মৌসুমে ২৪ ম্যাচের লিগে ৬৭ পয়েন্ট সংগ্রহ করেছিল আবাহনী। প্রিমিয়ার লিগে এটাই সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহের রেকর্ড। বসুন্ধরা কিংস পরের ম্যাচ জিতলেই রেকর্ডটা স্পর্শ করবে। সোমবার মৌসুমের শেষ ম্যাচে আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে টানা দুবারের লিগজয়ীরা। এবারের লিগে আগের লেগে আবাহনীকে ৪-১ গোলে হারিয়েছিল বসুন্ধরা কিংস।

আবাহনী ২০০৯-১০ মৌসুমে ২৪ ম্যাচের ২২টিতে জয় পেয়েছিল। এ ছাড়া ১টিতে ড্র ও ১টিতে হেরেছিল তারা। এবার বসুন্ধরা কিংস ২৩ ম্যাচের ২১টিতে জয় পেয়েছে। ১টিতে ড্র ও ১টিতে হেরেছে।

সর্বশেষ খবর