সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জয়ের টার্গেটে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

জয়ের টার্গেটে খেলবে বাংলাদেশ

জাহানারা আলম

অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে রান রেটে সেমিফাইনাল খেলতে পারেনি বাংলাদেশের নারী যুবারা। গোটা আসরে হেরেছে একমাত্র দক্ষিণ আফ্রিকা নারী যুবাদের বিপক্ষে। নারী যুবাদের বিশ্বকাপের রেশ কাটার আগেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ফের শুরু হচ্ছে নারীদের টি-২০ বিশ্বকাপ। বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। ১০ দলের আসরের গ্রুপে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ- স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে ১০ ফেব্রুয়ারি। টি-২০ বিশ্বকাপের সূচনা ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। নিগার, জাহানারা আলম, সালমা খাতুন, স্বর্ণা আক্তারদের ম্যাচ শুরু ১২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২১ ফেব্রুয়ারি স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ। আসরের ফাইনাল ২৬ ফেব্রুয়ারি। মূল আসরে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিগারদের আজ প্রথম প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ পাকিস্তান। দলটির বিপক্ষে সর্বশেষ ৫ ম্যাচের চারটিতে হেরেছে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। টি-২০ বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের তারকা ক্রিকেটার জাহানারা আলম নিজেদের স্বপ্নের কথা শুনিয়েছেন। ভারতীয় দৈনিক টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহানারা বলেন, ‘বিশ্বকাপে আমরা নিজেদের একটা ছাপ রাখতে চাই। অবশ্যই সব দলের বিপক্ষে জেতার জন্য খেলব আমরা।’ অনূর্ধ্ব-১৯ নারী টি-২০ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স ছিল বাংলাদেশের। জুনিয়রদের প্রশংসার পরও জাহানারা জানিয়েছেন সিনিয়রদের আসর ভিন্ন, ‘অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ আর নারীদের টি-২০ বিশ্বকাপের ব্যবধান অনেক। আমাদের মেয়েরা সেই বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলেছে। কিন্তু সিনিয়র দলে অস্ট্রেলিয়া আমাদের চেয়ে সব কিছুতে অনেক এগিয়ে।’

সর্বশেষ খবর