দুই বছর বাকি রয়েছে বিশ্বকাপ ফুটবলের। লিওনেল মেসি আর্জেন্টিনার হয়ে ২০২৬ সালের বিশ্বকাপ খেলতে পারবেন কি না এ প্রশ্ন অনেকেরই। তবে একজন নিশ্চিত করেছেন যে, মেসি শুধু খেলবেন না পরবর্তী বিশ্বকাপেও আর্জেন্টিনার অধিনায়ক থাকবেন। এমনটিই আশা করছেন আর্জেন্টিনায় মেসির সঙ্গে খেলা হুয়ান রোমান রিকুয়েলমে। ২০০৬ সালে একসঙ্গে বিশ্বকাপ খেলেছেন তারা। দুই বছর পর বেইজিং অলিম্পিক ফুটবলে মেসি-রিকুয়েলমে জুটি আর্জেন্টিনাকে সোনা জিতিয়েছিলেন। বার্সেলোনায়ও একসঙ্গে খেলেছেন তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেছেন, ‘আমি আশা রাখি ২০২৬ সালেও আর্জেন্টিনা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। কারণ আমি অনেকটা নিশ্চিত সামনের বিশ্বকাপেও মেসি খেলবেন। ওর ফিটনেস নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। কেন করে তা আমি বুঝতে পারি না। আমি তো দেখছি মেসি পুরোপুরিই ফিট। আগের মতো মাঠও কাঁপাচ্ছেন। বিশ্বকাপ হতে দুই বছরের কম সময় বাকি। এই অল্প সময়ে মেসি তার চেনা রূপ হারিয়ে ফেলবে তা মনে হয় না। সুতরাং আমি আর্জেন্টিনার সমর্থকদের বলতে পারি তোমরা অপেক্ষায় থাকো মেসি জাদু দেখার জন্য।