বসুন্ধরায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দক্ষিণ এশিয়ার আইনজীবীদের ক্রিকেট লড়াই। গতকাল ‘সাউথ এশিয়ান ল ইয়ার্স ক্রিকেট কাপ-২০২৪’-এর ফাইনালে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে করাচি ল ইয়ার্সকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে লাহোর ল ইয়ার্স ক্রিকেট টিম। তৃতীয় হয়েছে চট্টগ্রাম। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৭ রান করে করাচি। জবাবে এক বল বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় লাহোর। মোজাফফর হোসাইন ৪৬ বলে ৫০ রান করেন। ৪০ বলে ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন মোহাম্মদ আবদুল্লাহ। টুর্নামেন্ট সেরা লাহোরের মোহাম্মদ ফাজিল।
টুর্নামেন্টের দ্বিতীয় আসরে অংশগ্রহণ করে বাংলাদেশের চারটি ও পাকিস্তানের দুটি আইনজীবীদের ক্রিকেট দল। করাচি ও লাহেরের মধ্যকার খেলা দেখতে আসেন অনেক দর্শক। আইনজীবীদের দুর্দান্ত খেলা দেখে বেশ আশ্চর্যই হয়েছেন তারা। দিনের পাশাপাশি বিকালে শুরু হওয়া ম্যাচগুলো সন্ধ্যা পর্যন্ত গড়িয়েছে। ফলে ফ্লাগলাইট জ্বালিয়ে পরিচালনা করা হয় ম্যাচগুলো। যার ফলে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ডের বেশ প্রশংসাও করেছেন বিদেশিরা। এমনকি এই ক্রিকেট গ্রাউন্ডকে প্রথম শ্রেণি ও আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার উপযুক্ত বলেও মন্তব্য করেন তারা। চ্যাম্পিয়ন লাহোরের অধিনায়ক সাবদার আলী বলেন, ‘একটি সফল টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ। আর এটি সহজ করে দিয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড। যেখানে সব ধরনের সুযোগসুবিধা ছিল। আমরা আবারও এই গ্রাউন্ডে খেলতে আসতে চাই।’ গত ২০ ডিসেম্বর থেকে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড মাতিয়েছেন আইনজীবীরা। এর আয়োজক ছিল বাংলাদেশ আইনজীবী ক্রিকেট, টি স্পোর্টস ও এসিই।