বেশ অনেকদিন ধরেই ধানমন্ডি মাঠটি নিয়ে টানাহেঁচড়া চলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পরিবেশবাদীদের মধ্যে। দুই পক্ষের টানাপড়েনের খেসারত গুনতে হলো ফুটবলারদের। গত পরশু ক্লাবটির ফুটবলারদের আবাসিক ক্যাম্প ভেঙ্গে ফেলে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণ। এই অখেলোয়াড়সুলভ আচরণের তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মাঠটিকে ক্লাব কর্তৃপক্ষ নিজেদের আয়ত্তে রেখে পরিচালনা করত। যা মানতে পারেনি পরিবেশবাদীরা। এ নিয়ে তারা লাগাতার আন্দোলন করছে। এমন পরিস্থিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মাঠটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়।