ইউএস ওপেনে সিদ্দিকুর
ফিলিপাইন ওপেনে রানার্স আপ হয়েছে গলফার সিদ্দিকুর রহমান। বাংলাদেশের তারকা গলফার এবার খেলবেন বছরের দ্বিতীয় 'মেজর' ইউএস ওপেনের বাছাইপর্বে। ফিলিপাইনের ওয়াক ওয়াক গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়ে ১৮ হাজার ডলার প্রাইজমানি পেয়েছেন। এরফলে তার র্যাঙ্কিংও এগিয়েছে। ১৮ থেকে পাঁচধাপ এগিয়ে তার অবস্থান এখন ১৩।
ফন গাল ম্যানইউতে
ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। শহর প্রতিবেশী ম্যানচেষ্টার ইউনাইটেডের অবস্থান এবার সপ্তম। দলটির চরম ভরাডুবির জন্য কোচ ডেভিড ময়েসকে গত এপ্রিলে পদচ্যুত করা হয়। ময়েসের পরিবর্তে খণ্ডকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দলের বর্ষীয়ান ফুটবলার রায়ান গিগস। এবার পূর্ণকালীন কোচ খুঁজে পেল রেড ডেভিলরা। নেদারল্যান্ডসের কোচ লুইস ফন গালকে নতুন ম্যানেজার হিসেবে নিয়োগ দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। ৬২ বছর বয়সী ফন গালের সঙ্গে ক্লাবটির চুক্তি হয়েছে তিন বছরের। তার সহকারী হিসেবে কাজ করবেন গিগস। ডাচদের কোচকে এখনই পাচ্ছে না ম্যান ইউ। কারণ আগামী মাসে ব্রাজিলে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল।