টমাস ও উবের কাপে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারের পরে কোরিয়ার বিরুদ্ধেও মুখ থুপরে পড়ল ভারতীয় ছেলেদের দল। লড়াই করে কাশ্যপরা হেরে গেলেন ৩-২ ফলে। এই ম্যাচ হারের পরে কাশ্যপদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রায় শেষ হয়ে গেল।
অধিনায়ক পারুপল্লী কাশ্যপ ও গুরুসাই দত্ত দুর্দান্ত পারফরম্যান্স করেন এদিন। তারা সিঙ্গলসও জেতেন। কিন্তু শেষ পর্যন্ত কে শ্রীকান্ত হেরে যাওয়ার পরে ভারতের যাবতীয় আশা শেষ হয়ে যায়। ভারত ৩-২ ফলে হেরে যায়। এই ম্যাচ হারের পরে ভারতীয়দের পক্ষে আর চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়।
তবে জামার্নির বিরুদ্ধে বুধবার নিয়ম রক্ষার ম্যাচে খেলবে ভারতীয় দল। ম্যাচ হারের পরে হতাশ ভারতীয় দল। অধিনায়ক পারুপল্লী কাশ্যপ বলেছেন, 'আমাদের দল খারাপ খেলেনি। কিন্তু শেষ পর্যন্ত লড়াই করলেও সিঙ্গলসে হেরে গোছি আমরা। দেখা যাক শেষ ম্যাচে জিততে পারি কি না।'