কোচ জেরার্দো মার্তিনোর জায়গায় দুই বছরের চুক্তিতে নিয়োগ পেয়েছেন বার্সেলোনারই সাবেক খেলোয়াড় লুইস এনরিকে।
বার্সেলোনার ওয়েবসাইট জানায়, সোমবার দলের নতুন কোচ হিসেবে ৪৪ বছর বয়সী লুইস এনরিকের নাম নিশ্চিত করে।
২০০৭-০৮ মৌসুমের পর এবারই প্রথম শূন্য হাতে মৌসুম শেষ করেছে বার্সা। আর তাই গত শনিবার মৌসুমে কোনো শিরোপা জিততে না পারার দায় মাথায় নিয়ে বার্সেলোনার কোচের পদ থেকে সরে দাড়ান জেরার্দো মার্তিনো।
২০১১ সালের জুনে ইতালির রোমার প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এনরিকে। ২০১৩ সালের জুনে সেলতা ভিগোর দায়িত্ব নেন এনরিকে। এ মৌসুমে লা লিগায় নবম হয়েছে দলটি।