পায়ের পাতার ইনজুরির কারণে বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এ বছর ফেঞ্চ ওপেন খেলতে পারছেন না। দুই বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আজারেঙ্কা তার ট্যুইটার পেজে এবার রোলা গাঁরোর ক্লে কোর্টে খেলতে না পারার অপারগতার কথা জানিয়েছেন।
ট্যুইটার পেজে আজারেঙ্কা লিখেন, 'দুর্ভাগ্যবশত এই বছর রোলা গাঁরোতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না আমি।' তবে সুস্থ হয়ে কোর্টে ফেরার জন্য তিনি কঠোর পরিশ্রম করছেন বলেও জানান।
বা পায়ের পাতার ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি আজারেঙ্কা। ইনজুরির কারণে তিনি এ বছর দোহা, মিয়ামি, মাদ্রিদ ও রোম মাস্টার্সে অংশ নিতে পারেননি। গত দুই মাসে তিনি মাত্র একটি ম্যাচে খেলতে পেরেছেন।
উল্লেখ্য, ২৫ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে। চলবে ৮ জুন পর্যন্ত।