ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেলেন লুইস ফন গাল। তিনি নেদারল্যান্ডসের জাতীয় দলের কোচ। সোমবার ম্যানইউ তাদের ওয়েবসাইটে ফন গালের সঙ্গে তিন বছরের চুক্তির কথা জানায়। ফন গালের সহকারী হিসেবে থাকবেন বর্তমানে দলের দায়িত্বে থাকা রায়ান গিগস। ফন গাল ব্রাজিল বিশ্বকাপের পরই দলটিতে যোগ দিবেন।
গত এপ্রিলে প্রধান কোচ ময়েসকে বরখাস্ত করে ম্যানইউ। তখন সহকারী কোচ ও খেলোয়াড় রায়ান গিগসকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় ইউনাইটেড কর্তৃপক্ষ।
ইংলিশ ফুটবলে কোচিং করানোর কোনো পূর্ব অভিজ্ঞতা নেই ফনের। তবে ইউরোপের ফুটবলে দারুণ সফল তিনি। নেদারল্যান্ডসের দল আয়াক্স, স্পেনের বার্সেলোনা ও জার্মানির বায়ার্ন মিউনিখের হয়ে ভিন্ন তিনটি দেশের ঘরোয়া লিগ জিতেছেন তিনি।