ব্রাজিলে বিক্ষোভ চলছেই। আর এই আন্দোলন অব্যাহত থাকলে বিশ্বকাপ রঙ হারাতে পারে বলে মন্তব্য করেছেন ফুটবলসম্রাট পেলে। ইতিমধ্যে বিভিন্ন দেশের ফুটবল অনুরাগী তাদের আশঙ্কার কথা জানিয়েছেন। তাই আন্দোলন না থামলে পর্যটকরা ব্রাজিল সফরসূচি বাতিল করে দিতে পারে পেলে মনে করেন। মেঙ্েিকা সিটিতে এক সংবাদ সম্মেলনে পেলে বলেন, 'ইতিমধ্যে জানতে পেরেছি যে ব্রাজিলগামী ২৫ শতাংশ বিদেশি এই বিক্ষোভের কারণে নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন। আমার মনে হয় শেষ পর্যন্ত তারা তাদের ব্রাজিল সফরসূচি বাতিল করবে। আর সত্যি যদি পর্যটকরা না আসেন, সেটি হবে ব্রাজিলের জন্য একটি বিশাল ক্ষতি।'
বিশ্বকাপ শুরুর বাকি আর ২২ দিন। এখনো ব্রাজিল জুড়ে চলছে বিক্ষোভ। নাগরিক সেবাকে পাশ কাটিয়ে বিশ্বকাপের জন্য কোটি কোটি টাকার বিনিয়োগ তাদের ক্ষুব্ধ করেছে। কোথাও কোথাও বিক্ষোভ সহিংসতায় রূপ নিচ্ছে। গত বছর কনফেডারেশন কাপ চলাকালেও অন্তত ১০ লাখ লোক রাস্তায় নেমে ক্ষোভ জানিয়েছে। তখন জনগণের ওই আন্দোলনের সমালোচনা করে তাদেরকে রাস্তায় না নেমে ফুটবলের প্রতি মনোযোগী হবার আহ্বান জানিয়েছিলেন পেলে। বলেছিলেন, আরও বেশি করে স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য জনগণের দাবির সঙ্গে আমিও একমত। তাছাড়া আমি দুর্নীতির বিরুদ্ধে। তাই বলে দুর্নীতি ও রাজনীতির বলি কখনো ব্রাজিলের জাতীয় দল হতে পারে না।' ব্রাজিলের বেশ কয়েকটি স্টেডিয়ামে এখনো আসন বসানোর কাজ বাকি আছে। সংবাদ সম্মেলনে পেলে স্টেডিয়ামের কাজ শেষ না হওয়ার সমালোচনা করেছেন।