মারিও বালোতেলি্ল ও অ্যান্টোনিও ক্যাসানো। ইতালিয়ান আক্রমণভাগের দুই তারকা ফুটবলার। ব্রাজিল বিশ্বকাপে আজ্জুরিদের আশার প্রতীক দুজন কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রস্তুত করছেন শিরোপা জয়ের জন্য। বিশ্বকাপে ইতালিকে খেলতে হবে 'ডেথ গ্রুপ' খ্যাত ডিতে। ইংল্যান্ড, উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে খেলে নকআউট পর্বে যেতে হবে তাদের -এএফপি