এশিয়ান গেমসে ক্যারিয়ারের দ্বিতীয় স্বর্ণ জয় করলেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। সোমবার রাতে তিনি মিশ্র দ্বৈতের ফাইনালে সাকেত মিনেনির সঙ্গে জুটি বেঁধে চীনা তাইপের পেঙ/চ্যান জুটিকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে স্বর্ণ জিতেছেন এ ভারতীয় তরুণী। এশিয়ান গেমসে এর আগে ২০০৬ সালে দোহায় মিশ্র দ্বৈতে স্বর্ণ জিতেছিলেন সানিয়া মির্জা। লিন্ডার পায়েসের সঙ্গে জুটি বেঁধে ফাইনালে তিনি হারিয়েছিলেন জাপানের সান্তোসি/আকিকো জুটিকে। এশিয়ান গেমসে সানিয়ার মোট পদকের সংখ্যা ৮টি। দুটি স্বর্ণ, তিনটি সিলভার ও তিনটি ব্রোঞ্জ। সানিয়া মির্জা ইনচেন এশিয়ান গেমসে জয় করেছেন ব্রোঞ্জও। মেয়েদের ডাবলে প্রার্থনাকে সঙ্গী করে ব্রোঞ্জ জয় করেছেন তিনি। এই নিয়ে ভারত ইনচেন এশিয়ান গেমসে ৬টি স্বর্ণ জিতল। ভারতীয় দল মোট পদক জিতেছে ৪৪টি।