প্রথম ওয়ানডে হেরেছিল ১৭ রানে। ওই ম্যাচটি হয়েছিল বিগ স্কোরিং। সেঞ্চুরি করেছিলেন রেগিস চাকাবা। কাল ম্যাচ হয়েছে লো স্কোরিং। তাতে ডাক ওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ 'এ'। তৃতীয় ও শেষ ওয়ানডে আজ। তবে যে দল জিতবে, তারাই জিতবে ওয়ানডে সিরিজ।
নারায়ণগঞ্জ ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান করে জিম্বাবুয়ে 'এ'। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক ভুসিমুজি সিবান্ধা। প্রথম ওয়ানডের সেঞ্চুরিয়ান চাকাবা করেন ১৫ রান। স্বাগতিকদের পক্ষে ২টি করে উইকেট নেন বাঁ হাতি স্পিনার ইলিয়াস সানি, মিডিয়াম পেসার সৌম্য সরকার ও লেগ স্পিনার জুবায়ের হোসেন লিখন। ১৬৪ রানের টার্গেটে খেলতে নামে স্বাগতিক দল। ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ফলে ডিএল মেথডে খেলা নির্ধারিত ৪৭ ওভারে। বাংলাদেশকে টার্গেট দেওয়া হয় ১৫৮ রানের। খেলা বন্ধ হওয়ার সময় স্বাগতিকদের স্কোর ছিল ৪ উইকেটে ১৫৬। ফলে জয়ের জন্য দরকার হয় মাত্র ২ রান। সেটা আরও তিন বল খেলে তুলে নেয় মার্শালবাহিনী। অলরাউন্ডিং পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন সৌম্য। বল হাতে ৪ ওভারে ২৩ রানের খরচে নেন ২ উইকেট। ব্যাটিংয়ে করেন ৮৩ বলে ৮৬ রান। যাতে ছিল ১২টি চার ও একটি ছক্কা।