গত উইম্বলডনের পর থেকেই কোর্টের বাইরে ছিলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। হাতে আঘাত পাওয়ার পর দীর্ঘ বিশ্রামে ছিলেন তিনি। চীন ওপেনের মাধ্যমে কোর্টে ফিরেছেন এই স্প্যানিয়ার্ডরা। যাত্রাটা শুভই হলো। গতকাল চীন ওপেনে পুরুষ এককের প্রথম রাউন্ডে ফ্রান্সে রিচার্ড গাসকুয়েটকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নাদাল। দ্বিতীয় রাউন্ডে তিনি জার্মানির পিটারের মুখোমুখি হচ্ছেন। ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল টুর্নামেন্ট শুরুর আগেই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জকোভিচকে চ্যালেঞ্জ জানিয়েছেন। হারানো স্থান ফিরে পাওয়ার জন্যই তিনি কোর্টে ফিরেছেন বলে ঘোষণা দিয়েছেন। চীন ওপেনে পুরুষ এককের শীর্ষ বাছাই সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ প্রথম রাউন্ডের বাধা পাড়ি দিয়েছেন।