চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে জয়ের ধারায় ফিরেছে ইংলিশ ক্লাব চেলসি। মঙ্গলবার রাতে স্পোর্টিং লিসবনকে ১-০ গোলে হারিয়েছে ইংলিশ দলটি। ম্যাচের ৩৪ মিনিটে চেলসির পক্ষে জয় সূচক গোলটি করেছেন নেমেনজা মাতিক।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে জোশে মরিনহোর দল শালকে জিরোফোরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল।
গতকালের জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে জি-গ্রুপের শীর্ষে অবস্থান করছে চেলসি। অন্যদিকে, গ্রুপ টেবিলের তলানীতে পড়ে রয়েছে ২ ম্যাচে ১ পয়েন্ট পাওয়া স্পোর্টিং লিসবন। টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া আসরের আন্ডারডগ টিম মারিবর। শালকেরও ২ ম্যাচে ২ পয়েন্ট অর্জন। তবে গোলগড়ে উপরে রয়েছে স্লোভেনিয়ান দল মারিবর।
বিডি-প্রতিদিন/ ১ অক্টোবর, ২০১৪/ রশিদা