চ্যাম্পিয়ন্স লিগে বড় ধরনের অঘটন দেখলো মাঠে উপস্থিত দর্শকরা। গতকাল লিগের একটি ম্যাচ ছিল বার্সেলোনা ও প্যারিস সাঁ জাঁ পিএসজি'র মধ্যে। লিওনেল মেসি ও নেইমারের মতো তারকা থাকা সত্ত্বেও পিএসজির কাছে হারে বার্সেলোনা। মেসি-নেইমারের গোল সত্ত্বেও ৩-২ গোলে হারে দলটি।
ম্যাচ শুরু হওয়ার দশ মিনিটের মধ্যেই ডাভিড লুইস গোল করে পিএসজিকে এগিয়ে দেন ৷ যদিও তাদের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি ৷ এক মিনিট পরেই গোল করে দলকে সমতায় ফেরান মেসি ৷ ২৬ মিনিটে এম ভেরাতি ফের গোল করে এগিয়ে দেন পিএসজিকে ৷ ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু'দলই।
বিরতির পর এম মাতুডি গোল করে বার্সেলোনার চাপ বাড়িয়ে দেন ৷ কিন্তু এই গোলের দু’মিনিট পরেই দলের পক্ষে ব্যবধান কমান নেইমার ৷ শেষের দিকে পিএসজির বক্সে জোরালে আক্রমণ করেও ম্যাচে সমতা ফেরাতে পারেনি বার্সেলোনা ৷
বিডি-প্রতিদিন/সেপ্টেম্বর২০১৪ /শরীফ