মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেফতার হয়েছেন মার্কিন কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। মদ খেয়ে মেরিল্যান্ডে লিমিটের বাইরে স্পিড তুলে গাড়ি চালাচ্ছিলেন মার্কিন সাঁতারু ৷ এই অবস্থায় পুলিশের সঙ্গে তিনি তর্কও করেন। এ ঘটনায় গ্রেফতার করা হয় ফেলপসকে ৷খবর দ্য হিন্দু অনলাইনের
উল্লেখ্য, এর আগেও গ্রেফতার করা হয়েছিল তাকে। ২০০৪ সালে ড্রাইভিং আইন অমান্য করার জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি। তারপরও নিজেকে বদলাতে পারেনিন ফেলপস। তবে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/অক্টোবর ২০১৪ /শরীফ