জার্মানির বিরুদ্ধে প্রীতি ম্যাচে ছিলেন না আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। তার এই না খেলা নিয়ে অনেকেই প্রচার করছিলেন, বিশ্বকাপ না জিততে পারার জন্য হতাশ মেসি। আর সেই কারণেই তিনি আর দেশের হয়ে খেলতে চান না। কিন্তু এই অপপ্রচার নাস্যাৎ করে দিলেন বার্সা তারকা৷
চীনে আগামী ১১ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ও ১৪ অক্টোবর হংকংয়ের বিরুদ্ধে দু'টি প্রীতি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। এই দুই ম্যাচে আবারও আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে এ তারকা স্ট্রাইকারকে।
বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৪/মাহবুব