এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটের চতুর্থ কোয়ার্টার ফাইনালে কুয়েতকে ২০৩ রানে পরাজিত করেছে বাংলাদেশ।
এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রানের পাহাড় সমান রান সংগ্রহ করে টাইগাইরা। জাবাবে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে গুটিয়ে যায় কুয়েত।
এদিন, দক্ষিণ কোরিয়ার ইয়োনহি স্টেডিয়ামে ব্যাট হাতে মারমুখি ভুমিকায় ছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। প্রথম চার ওভারেই ৪৯ রান তুলেছেন তারা। দলীয় ৬১ রানে এলবিডাব্লিউর শিকার হয়ে সাজ ঘরে ফিরেছেন এনামুল হক বিজয়। মাঠ ছাড়ার আগে এ ওপেনার ১৮ বলে এক ছক্কা ও ৫ বাউন্ডারির সাহায্যে ৩৮ রান করেছেন। ৮৮ রানে প্যাভিলনের পথ ধরেন আরেক ওপেনার তামিম ইকবাল (২৮)।
আলকানদারি মাহমুদের বলে লংঅনে বাউন্ডারি হাকাতে গিয়ে বাসতাকি ফাহাদের হাতু বন্দি হয়েছেন সাকিব আল হাসান। এর আগে ১৫ বলে ৩ বাউন্ডারি হাকিয়ে সকিব করেছেন ২৩ রান। এরপর মোহাম্মদ মিঠুনের ২৫ বলে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ৫৯ রানের ঝড়ো ইনিংসে ২২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১ অক্টোবর, ২০১৪/মাহবুব